সাত বছরের শিশু খুনের ঘটনায় গ্রেফতার মা

0
575

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

সাত বছরের নিজের পুত্র সন্তানকে খুন করার অভিযোগে মা বিমলা রায়কে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। গত ১৮ আগস্ট রায়গঞ্জ থানার অন্তর্গত কর্নজোড়া পুলিশ ফাঁড়ির পশ্চিম বোগ্রামের বাসিন্দা দ্বিতীয় শ্রেনীর ছাত্র দেবু রায়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।সাত বছরের শিশুর নৃশংস খুনের ঘটনার তদন্তে নেমে রায়গঞ্জ থানার পুলিশ শিশুটির মা বিমলা রায়কে গতকাল রাতে বাড়ি থেকে  গ্রেফতার করে। তার বিরুদ্ধে নিজের ছেলেকে খুন করার অভিযোগ দায়ের করা হয়েছে।আজ তাকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।

নিহত শিশুর নিথর দেহ।নিজস্ব চিত্র

বিচারক চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।গত ১৭ আগস্ট মনসা পুজোর দিন বিকেল থেকে নিখোঁজ হয়ে যায় রায়গঞ্জ থানার পশ্চিম বোগ্রামের বাসিন্দা বাদল রায়ের সাত বছরের পুত্র সন্তান দেবু।দেবুর বাবা বাদল রায় কাজের জন্য শিলিগুড়িতে ছিলেন। পরিবারের অন্যান্য লোকেরা অনেক খোঁজাখুঁজি করে দেবুকে না পেয়ে কর্নজোড়া পুলিশ ফাঁড়িতে মিসিং ডায়েরি করে।পরদিন সকালে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে নির্জন জঙ্গলাকীর্ণ জায়গায় গলায় ফাঁস লাগানে উলঙ্গ অবস্থায় একটি গাছের সাথে ঠেস লাগানো অবস্থায় দেবুর মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।নৃশংস এই শিশু খুনের ঘটনার তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ।গতকাল রাতেই পশ্চিম বোগ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাত বছরের শিশু দেবুর মা বিমলা রায়কে।পুলিশের প্রাথমিক অনুমান দেবু মায়ের এমন কোনও অপরাধ দেখে ফেলেছিল যার জন্য তাকে তার মা কারও সাহায্য নিয়ে খুন করে ফেলেছে।এই খুনের ঘটনায় আর কে জড়িত হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।আজ ধৃত মা বিমলা রায়কে সাতদিনের পুলিশ রিমান্ড চেয়ে রায়গঞ্জ আদালতে পেশ করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় রায়গঞ্জের পশ্চিম বোগ্রাম গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযুক্ত মা।নিজস্ব চিত্র

অপরদিকে ছাত্র খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রায়গঞ্জের বোগ্রামে ১০ নম্বর রাজ্যসড়ক অবরোধ এলাকার বাসিন্দাদের। অবরোধকারীদের দাবি পশ্চিম বোগ্রাম গ্রামে সাত বছরের শিশু খুনের ঘটনায় শুধু মা বিমলা রায়কেই নয় এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। আন্দোলনকারীদের অবরোধের জেরে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক। কর্নজোড়া জেলা প্রশাসনিক দপ্তরে কাজে যাওয়া বহু মানুষ আটকে পরেন রাস্তায়।পরে অবরোধস্থলে আসেন জেলা পুলিশের ডিএসপি সদর প্রসাদ প্রধান।খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here