মাস ছয় পরে মোবাইলের সূত্র ধরেই গ্রেফতার হত্যাকারী

0
81

সুদীপ পাল,বর্ধমানঃ

Arrested murderer after six months
নিজস্ব চিত্র

গত বছর সেপ্টেম্বর মাসে এক কিশোরীর পচাগলা মৃতদেহ উদ্ধার হয় বর্ধমানের খানো অঞ্চলের একটি ধান খেত থেকে।অজ্ঞাত পরিচয় কিশোরীর দেহের পাশ থেকে জুতো, জলের বোতল, সাইকেল পাওয়া যায়। পুলিশ জানতে পারে কিশোরীর খুনের পরে মেয়েটির ফোন থেকে একটি ফোন আসে একব্যক্তির কাছে কিন্তু উধাও হয়ে যাবার ছয় মাস পরে সেই ফোন সারাতে অন করে ছিলেন মিস্ত্রি।আর তাতেই পুলিশের জালে ধরা পরল খুনি।গদাই গরাই নামে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজত দেন বিচারক।সাইকেলে বাড়ি যাওয়ার সময় ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল গদাই কিন্তু তাতে রাজি না হওয়ায় রাস্তার উপরেই ফেলে গদাই জুতো দিয়ে মারতে থাকে কিশোরীকে।সে নিজেও স্বীকার করেছে, রাগের মাথায় তার কাছে যে গামছা ছিল তাই দিয়েই গলায় ফাঁস টেনে খুন করে কিশোরীকে আর সেই কিশোরীকে ফোন করেছে। এও জানায় এই ঘটনার পরে কিশোরীর মোবাইল থেকে পর পর একাধিক ফোন করে সে।খুন করে বাড়ি ফেরার সময় গদাই মোবাইলটি নিয়ে যায়।

আরও পড়ুনঃ অস্ত্র দেখিয়ে যুবতীকে ধর্ষণ,গ্রেফতার প্রতিবেশী

বন্ধ অবস্থায় কিছুদিন নিজের কাছে রাখার পর এক আত্মীয়কে ফোনটি দিয়ে দেয় সে কিন্তু ফোন খুলছে না দেখে ওই ব্যক্তি তা দোকানে সারাতে দেয়।মিস্ত্রি ফোন অন করতেই পুলিশের সাইবার সেল সক্রিয় হয়।ধরা পরে অভিযুক্ত।এলাকার মানুষ অভিযুক্ত যুবকের কঠিন শাস্তি চেয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here