নিজস্ব সংবাদদাতা,মালদহঃআগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার সাদা পোষাকের পুলিশ। শনিবার গভীর রাতে মালদা শহর সংলগ্ন বাগবাড়ি এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। গভীর রাতে ওই এলাকার চুরি বা ছিনতায়ের উদ্দেশ্য ঘোরাঘুরি করার সময় পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।
গোপন সুত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে ইংরেজবাজার থানার সাদা পোষাকের পুলিশ হানা দেয় শহর সংলগ্ন বাগবাড়ি এলাকায়। সেখানে মালদা মানিকচক রাজ্য সড়কের উপর সন্দেহজনক আবস্থায় এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে। জিঞ্জাসাবাদ ও তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র । পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম কুশ মন্ডল। বাড়ী ইংরেজবাজার থানার বাহান্নবিঘা তেলিপুকুর এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ।
অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও চুরি ছিনতায় সহ একাধিক মামলা রয়েছে। এদিন রাতে ওই এলাকায় ছিনতায়ের উদ্দেশ্য ঘোরাঘুরি করছিল প্রাথমিক ধারণা পুলিশের। রবিবার ধৃতকে মালদা মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584