সুদীপ পাল,বর্ধমানঃ
সরকারি চাকরির প্রতিশ্রুতি তিনি প্রায়ই দিতেন। তার সাথে যোগ হয়েছিল সরকারি প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস কিন্তু তার সেই আশ্বাস কখনো বাস্তবায়িত হয়নি। অভিযোগের ভিত্তিতে প্রতারকের ঠাঁই এখন তাই শ্রীঘর। বর্ধমান শহরের ৩নং শাঁখারীপুকুর এলাকার বাসিন্দা সৌরভ সাহা নামে সেই যুবককে গ্রেফতার করল পুলিশ।
শাঁখারীপুকুর এলাকার বাসিন্দা কবিতা মণ্ডল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাঁকে ঘর পাইয়ে দেবার নাম করে সৌরভ ৩৫ হাজার টাকা নিয়েছে অথচ কিছুই নেই ঘরের। শুধু এই ভদ্রমহিলা শুধু নন এছাড়াও শাঁখারী পুকুরের বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষও অভিযোগ করে বলেন, গত ৩১ অক্টোবর আমার মায়ের কাছ থেকেও বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে ৪৩,৫০০ টাকা হাতিয়েছে সে। বর্ধমান শহরের কালনা গেটের বাসিন্দা শৈবাল হাজরা বলেন, ছেলেকে খড্গপুরের আইআইটিতে ভর্তি করে দেবার নাম করে সৌরভ ৪ লক্ষ টাকা নিয়েছিল অথচ সে কিছুই করতে পারিনি। একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ সৌরভকে গ্রেপ্তার করে। আদালতে তোলা হলে ধৃতকে জেলহাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584