শ্যামল রায়,কালনাঃ
কালনা মহকুমার নাদন ঘাট এ এক নাবালিকাকে অপহরণের অভিযোগে যুবককে গ্রেফতার করল পুলিশ।নাধন ঘাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম সুভেন্দু বাগ।বাড়ি নাদন ঘাট পঞ্চায়েতের বৈদর পাড়া এলাকায়।
ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ যে এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে ওই যুবক।অভিযোগ জানিয়েছেন কিশোরীর বাবা বাপি সরকার নাদন ঘাট থানায়।কিশোরীর বাবার অভিযোগ যে “ওই যুবক মাঝে মধ্যেই মেয়েকে উত্ত্যক্ত করতো এবং ভালোবাসার প্রস্তাব দিতো অথচ আমাদের মেয়ের কোন সম্মতি ছিল না।তাই ওই যুবক মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে পালিয়েছে।” মঙ্গলবার কিশোরীর জবানবন্দি নেয়া হয়েছে মহকুমা আদালতে।
যদিও এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে ওই কিশোরীর সাথে এলাকার যুবকের প্রেম ভালোবাসা গড়ে ওঠে তাই বয়স না হলেও দুজনে পালিয়ে গিয়ে অন্যত্র বিয়ে করতে পারে বলে মনে করছেন এলাকার মানুষ তবে অপহরণের কোনো ঘটনা ঘটেনি বলে মনে করা হচ্ছে।
তবে এর আগেও এরকম নাবালিকা অপহরণের ঘটনা ঘটেছে পরে পুলিশ জানতে পেরেছে সব কিছুর মধ্যেই প্রেম-ভালোবাসা থাকায় বয়স না হওয়ায় তারা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিল সেই সমস্ত পালিয়ে যাওয়া মেয়েদের ও পুলিশের তরফ থেকে উদ্ধার করা হয়েছে। তবে ১৮ বছরের নিচে বিবাহের ব্যাপারে পুলিশের প্রচার অভিযান এখনো চলছে তবুও অনেকে প্রশ্ন তুলেছেন যে এই ধরনের ঘটনা ঘটছে কেন?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584