নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বেআইনিভাবে চোলাই মদ বিক্রির অভিযোগে কেশপুর থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কালাচাঁদ হেমরম (৩৫)।
তার বাড়ি কেশপুর থানার পারুলিয়া গ্রামে।বুধবার ভোরে আবগারি দফতর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কেশপুর থানার চুয়াশোল ও পারুলিয়া গ্রাম থেকে প্রচুর বেআইনি চোলাই মদ উদ্ধার করে।ওই দুটি গ্রাম থেকে ১৮৪০ লিটার বেআইনি মদ, ৪ কেজি বাখর ও ৩১ টি মদ তৈরির হাঁড়ি উদ্ধার করে।
বেআইনি চোলাই বিক্রির অভিযোগে পারুলিয়া গ্রাম থেকে কালাচাঁদ হেমরম নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে চোলাই মদ ও কাঁচামাল বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর
পুলিশ জানিয়েছে,ধৃতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই বিক্রি করার অভিযোগ আসছিল।তাই এদিন অভিযান চালায় পুলিশ ও আবগারি দফতর।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584