নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
বিপুল পরিমাণ বেআইনি মদ আটক করল কোচবিহার জেলা পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে তুফানগঞ্জের সঙ্কোশ নাকা চেকিং পয়েন্টে একটি ট্রাকে তল্লাশি চালায় জেলা পুলিশ একটি দল। তল্লাশির সময় ট্রাকের মধ্যে গোপন ভাবে তৈরি করা জায়গা থেকে বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার হয়। এরপর উদ্ধার হওয়া বেআইনি মদ সহ ওই ট্রাকটি আটক করে পুলিশ।ট্রাকের চালককেও আটক করা সম্ভব হলেও ট্রাকের খালাসি পলাতক। জানা গেছে বেআইনি মদ নিয়ে ট্রাকটি গৌহাটি থেকে উত্তর প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক চালকের নাম ইস্তেকার খান। তার বাড়ি উত্তর প্রদেশে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জানা গেছে, উদ্ধার হওয়া মদের পরিমাণ ১৭০ কার্টুন। যার মধ্যে প্রায় ৬০০০ হাজার মদের বোতল রয়েছে। আটক করা মদের আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা বলে সোমবার সাংবাদিক সন্মেলন করে জানান জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে।
এদিন সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে বলেন, “কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে অ্যান্টিক্রাইম অভিযান চালানো হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল সঙ্কোশ নাকা চেকিং পয়েন্টে একটি ট্রাকে তল্লাশি চালায়। সেই ট্রাক থেকে বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার হয়েছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে। খালাসি পলাতক। আটক করা মদের আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা। ওই বেআইনি মদ গৌহাটি থেকে উত্তর প্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত গাড়ির চালককে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584