রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ।মুর্শিদাবাদ জেলা পুলিশ ও বড়োঞা থানা যৌথ অভিযান চালিয়ে ওই বে আইনি অস্ত্রকারবারিকে ধরে।পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম হুমায়ুন শেখ,বাড়ি কালিয়াচক।বিহারের মুঙ্গের থেকে কোনো এক ব্যক্তি তাকে অস্ত্র দেয় এবং এই অস্ত্র হুমায়ুন হাওড়া থেকে অপরিণত অবস্থায় নিয়ে আসছিল।ধর্মতলা থেকে সরকারি বাস ধরে এই অস্ত্র নিয়ে আসা হচ্ছিল মালদার কালিয়াচক।

পুলিশ ওই ব্যক্তিকে অনুসরণ করে বিকেল ৪:৩০ নাগাদ কুলির কারালিচক মোড়ের কাছে ওই ব্যক্তিকে পাকড়াও করে অনুসন্ধান করে ওই বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনঃ নবদ্বীপে বেআইনি অস্ত্র সহ গ্রেফতার এক

ধৃতের কাছ থেকে ২০টি অস্ত্র তৈরির সরঞ্জাম,৪টি পিস্তল, ১০ রাউন্ড পয়েন্ট, ৩৮ কার্তুজ ও আটটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।ধৃতকে কোর্টে তোলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584