নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
এক লক্ষ টাকার জাল নোট সহ পাঞ্জাবের এক পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।সোমবার রাতে মালদা শহরের স্টেশন রোড থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাজেশ কুমার(৪০)। বাড়ি পাঞ্জাবের পাটিয়ালা থানার দৌলতপুর এলাকায়। ধৃতর কাছ থেকে উদ্ধার হওয়া নোটগুলি ৪০ টি ২০০০ টাকা এবং ৪০ টি ৫০০ টাকার নোট। গোপন সুত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় শহরের স্টেশন এলাকায়। সন্দেহজনক আবস্থায় এক ব্যাক্তিকে আটক করে। জিঞ্জাসাবাদ ও তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার করে জালনোট। ধৃতকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ বিয়ের পনের দিনের মধ্যে অগ্নিদগ্ধ নববধূ
পুলিশের প্রাথমিক অনুমান ধৃত পাচারকারী মালদার কালিয়াচক বা বৈষ্ণবনগর থানা এলাকা থেকে জালনোট গুলি নিয়ে যাচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ হানা দিয়ে ধৃতকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে তোলা হয়। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584