সুদীপ পাল,বর্ধমানঃ
বিজেপি কর্মী-সমর্থকরা রাজ্য সরকারের বিরুদ্ধাচরণ করা একটি পত্রিকা ভোটারদের বাড়ি গিয়ে বিলি করছে।এই অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ সাতজন বিজেপি কর্মী-সমর্থককে আটক করেছে ।
তৃণমূল কংগ্রেসের চাপে পুলিশ অন্যায় ভাবে এই সাতজন কর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেন বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই।স্বীকৃত পত্রিকা বিলি করছিল বিজেপি কর্মীরা মত বিজেপি জেলা সভাপতি।যদিও তৃণমূল কর্মীরা বিজেপির সভাপতির এই দাবি মানতে চাননি। তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘বাংলার মানুষ শান্তিপ্রিয় অথচ বিজেপি কর্মীরা এই ধরনের পত্রিকা বিলি করে একটা অশান্তি চেষ্টা করছে।
আরও পড়ুনঃ কংগ্রেস পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মানুষ তাদের পাশে নেই জেনে এই ধরনের নাটক করছে তারা।’ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম শুনেই অন্যদিকে, ‘পরাজয়ের ভুত দেখছে তৃণমূল কংগ্রেস।তাই পুলিশ অফিসারদের সাহায্য নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে’ – বলে মত বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই-এর।নির্বাচনের মুহূর্তে উত্তেজনার পারদ বাড়ছে আর তার মধ্যেই এমন ঘটনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584