শ্যামল রায়,নদীয়াঃ
মঙ্গলবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে পুলিশ টহল দেয়ার সময় একটি লরিতে আর্মি স্টিকার লাগানো দেখে সন্দেহ হয়।পুলিশ গাড়ি সহ সাত যুবককে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গাড়ি থেকে ৭ যুবককে আর্মির আই কার্ড দিতে বলে এবং আই কার্ড দেখে সন্দেহ হয়,ফলে গ্রেপ্তার করে ওই যুবকদের।গাড়ি থেকে ২৬ কেজি গাঁজা এবং প্রচুর আর্মির পোশাক এবং ওয়াকি টকি উদ্ধার করেছে পুলিশ।
ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশের।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মঙ্গলবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক টহল দেয়ার সময় তাদের নজরে পড়ে আর্মির স্টিকার লাগানো একটি লরি কে।তখন পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে এবং তাদের কাছ থেকে গাঁজা এবং সেনার পোশাক উদ্ধার করে পুলিশ।
কী উদ্দেশ্যে কেন কোথায় যাচ্ছিল বিস্তারিত জানতে ধৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে পুলিশ।বুধবার দিন তাদের আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতে নিতে আবেদন করা হয়েছে আদালতের কাছে। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার পর সত্য জানা যাবে।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুর পুলিশের সান্ধ্যকালীন অভিযানে উদ্ধার গাঁজা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584