হরষিত সিংহ,মালদহঃ
বিরল প্রজাতির দুটি তক্ষকসহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদা জিআরপি থানার পুলিশ। সোমবার ভোরে মালদা টাউন স্টেশনে ডাউন ব্রহ্মপুত্র মেল ট্রেন থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। এদিন উদ্ধার তক্ষক দুটি জেলা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে বন দপ্তর ও রেল পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে মালদা টাউন স্টেশনে ডাউন ব্রহ্মপুত্র মেল পৌঁছাতেই মালদহ জিআরপি থানার পুলিশ অভিযান চালায় ট্রেনটিতে। ট্রেন থেকে বাইরে যাওয়ার সময় সন্দেহজনক অবস্থায় এক যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় দুটি বিরল প্রজাতির তক্ষক। ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হেলারিউস হাঁসদা(২৩)। বাড়ি বামনগোলা থানা কুমারপুর গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান উত্তরবঙ্গের কোন জায়গা থেকে জোরাপথে তক্ষক দুটি নিয়ে আসছিল অভিযুক্ত পাচারকারী। উদ্ধার দুটি তক্ষকের অনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা।
তক্ষক দুটি ভারত বাংলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার ছক কষেছিল অভিযুক্ত প্রাথমিক অনুমান পুলিশের। এদিন তক্ষক সহ অভিযুক্ত পাচারকারীকে বন দপ্তরের হাতে তুলে দেয় মালদা জিআরপি থানার পুলিশ। সোমবার ধৃত যুবককে মালদা জেলা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার পিছনে আরও কেউ রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584