সুদীপ পাল,বর্ধমানঃ
ভাতাড়ের কুবাজপুর এসবিআই অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে কার্ডের তথ্য জেনে কালিশঙ্কর ও আসুতোষ মুখার্জী নামে দুই ব্যক্তির মোট ১ লক্ষ ৫২ হাজার টাকা তুলে নেওয়া হয়।পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার সেল ঘটনার তদন্ত করতে শুরু করে।পুলিশ ৩০ হাজার টাকা ফিরিয়ে আনতে সক্ষম হয়। বাকি ১ লক্ষ ১২ হাজার টাকার তদন্তে নেমে সাইবার সেল ঝাড়খণ্ডের জামতারা থেকে সুশান্ত সোরেন ও করণ মুর্মূ-সহ তিনজনকে গ্রেফতার করে।
বিদ্যুৎ দফতরের কর্মী পরিচয় দিয়ে সাইবার সেলের অফিসারেরা তদন্তে নেমে একাধিক গ্রাহককে জেরা করে উঠে আসে বিক্রম সাভির্সেস নামে মহারাষ্ট্রের তুলিঞ্জ থানার নালোসাপাড়ার এক সংস্থার কথা। মোটা টাকা কমিশনের ভিত্তিতে বিভিন্ন ওয়ালেটে এই ধরনের হাতিয়ে নেওয়া টাকা সরবরাহ করত এই সংস্থা। জালিয়াতির ধরণ দেখে অবাক হচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ কোচবিহারে গেরুয়া শিবিরে জোর ধাক্কা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584