সিমা পুরকাইত, দক্ষিণ চব্বিশ পরগনাঃ
ভাঙড়ে পরপর চুরির ঘটনায় এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ।
গত ২৯ ডিসেম্বর ভাঙড় থানার রঘুনাথপুর গ্রামের দিঘির পাড়ের জহিরুল ইসলামের বাড়িতে চুরি হয় প্রায় লক্ষাধিক টাকার সোনা গহনা। তার ঠিক ১৫ দিন পর আবার ভাঙড়ের কালিকাপুর নস্কর পাড়ায় শিক্ষক অমিত নস্করের বাড়িতে প্রায় ৩ লক্ষ টাকারও বেশি সোনার গহনা, মোবাইল, জামা কাপড় সহ বেশকিছু জিনিস চুরি হয় । এরপর ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেন অমিত বাবু। পরপর চুরির ঘটনায় নড়েচড়ে বসে ভাঙড় থানার পুলিশ। শুরু হয় তদন্ত।
আরও পড়ুনঃ বালুরঘাটে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক চুরি
গতকাল রাতে ভাঙড়ের বিবিরআইট গ্রাম থেকে শামীম মোল্লা (৪২) ও অজেদা বিবিকে (৩৫) এই চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।এই চুরির ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584