শিলিগুড়ির কোর্টমোড় এলাকায় গুলি চালানোর ঘটনায় গ্রেফতার তিন

0
59

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

শিলিগুড়ি মহকুমা আদালত চত্বর থেকে ঢিল ছোড়া দূরত্বে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার তিন যুবক। ধৃতদের নাম বিপুল বোস,গৌরাঙ্গ দাস ও বিজয় সরকার।ধৃত তিনজনই শিলিগুড়ির বাসিন্দা।শনিবার তাদের শিলিগুড়ি মহকুমা আদলতে তোলা হয় এবং বিচারক ধৃতদের ছয় দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।প্রসঙ্গত গত ২৭ তারিখ রাতে শিলিগুড়ি মহকুমা আদালত চত্বরে থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুলি চালানোর ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। এরপর এই ঘটনার তদন্তে নামে পুলিশ।

নিজস্ব চিত্র

যদিও পুলিশ গুলিচলার ঘটনা মানতে নারাজ ছিল। অন্যদিকে পুলিশ মহলের একাংশ একদম সাফ জানিয়েছিল যে ওই এলাকায় কোনওপ্রকার গুলি চলেনি। অবশেষে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হয় তিন যুবককে।শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ডিসিপি(জো়ন ওয়ান) গৌরব লাল সাংবাদিক বৈঠক করে বলেন কোর্টমোড় এলাকায় গুলি চালানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে কোনও এক বন্ধুর কাছ থেকে ওই পিস্তলটি পেয়েছিল ধৃতরা এবং সেই রাতে সেই বন্দুক দিয়েই এক রাউন্ড গুলি ছোড়ে বিজয়।এরপর শিলিগুড়ি ছেড়ে পালিয়ে যায় ধৃতরা। তবে ওই বন্দুক কোথা থেকে আনা হয়েছিল। এবং কেনই বা আনা হয়েছিল তা গোটা ঘটনার খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ পঞ্চাশ টাকার জন্য আত্মঘাতী নাবালিকা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here