গড়বেতায় প্রতারনার অভিযোগে দত্তপুকুরের তিনজন গ্রেফতার

0
44

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

গড়বেতা থানার কেয়াবনী গ্রামে প্রতারনার অভিযোগে গ্রেফতার তিনজন।

Accused Bappa Das | newsfront.co
ধৃত অভিযুক্ত বাপ্পা দাস। নিজস্ব চিত্র

সিআইডি সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকার মধ্যমগ্রামে বাড়ি এই তিন অভিযুক্তর বাপ্পা দাস, মলি দাস, দেবমাল্য হালদার নামে এই তিনজন। অভিযোগ বিভিন্ন মানুষের কাছে প্রশাসনের উচ্চপদ নামের পরিচয় দিয়ে বহু টাকা আত্মসাৎ করেছে এই অভিযুক্তরা। ইতিমধ্যেই দত্তপুকুর থানা ১৭টি অভিযোগ জমা পড়েছে তার ভিত্তিতেই নামে সিআইডির তদন্তকারী অফিসাররা অবশেষে মোবাইল লোকেশন ট্র্যাক করে পৌঁছে যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার কেয়াবণী গ্রামে।

Samit Pan | newsfront.co
সমিত পান, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

জানা গেছে, এখানে বাড়ি ভাড়া নিয়ে একটি অভিযুক্ত থাকতো, যদিও বাড়ির মালিক সমীর দাসকে তাদের পরিচয় দেওয়া হয়েছিল কলকাতায় তাদের অনেক বেশি খরচ হয়ে যাচ্ছিল যার জন্যই এখানে থাকা।

আরও পড়ুনঃ বাগুইহাটিতে বহুতলে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ২

সিআইডি সূত্রে, আরও জানা যায় কখনো বা সরকারি উকিল হিসেবে পরিচয় দিতে কখনো বা জেলাশাসকের পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বহু টাকা প্রতারণা করার সঙ্গে যুক্ত ছিল এই তিন অভিযুক্ত। অন্যদিকে বাড়ির মালিক সমীর দাসের বক্তব্য চার মাস ধরে থাকতো এই তিনজন একটি ছোট্ট শিশু, তবে এই ঘটনায় তিনি হতবাক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here