হরষিত সিংহ,মালদহঃ
দীর্ঘদিন ধরে ফেরার থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল খুনে অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ওই তৃণমূলের উপপ্রধানকে গ্রেফতার করে সোমবার রাতে। দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত তৃণমূলের উপপ্রধানের নাম আনোয়ার শেখ। কালিয়াচক এক নম্বর ব্লকের সিলামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আনোয়ার শেখ। অভিযুক্ত ২০১৫ সালে একটি খুন এবং ২০১৭ সালে এলাকায় বোমা বাজি করার মামলায় জড়িত।এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দাবী পুলিশের।কয়েক বছর ধরেই পুলিশের খাতায় ফেরার ছিল আনোয়ার শেখ। অবশেষে সোমবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণপুর গাংনী এলাকায় হানা দিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ধৃতকে আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584