পিয়ালী দাস, বীরভূমঃ
লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম ঘনিষ্ঠ বিজেপি নেতা ডালিম শেখকে বোমা মেরে খুন করার ঘটনায় গ্রেপ্তার জালাল শেখ নামে এক তৃণমূল কর্মী।
কিন্তু ওই বিজেপি নেতার ছেলে জসীমউদ্দিন শেখ ১১ জনের নামে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদের বহরমপুর থেকে জালাল শেখকে গ্রেফতার করে পুলিশ। সাথে সাথে তার গাড়িচালককেও গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাদের বোলপুর আদালতে তোলা হয়।
গত শনিবার রাতে বাড়ি ফেরার সময় খুন হয় বিজেপি লাভপুরের দ্বারকা পঞ্চায়েতের মিরবাঁধ গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় বিজেপি নেতা ডালু সেখ। ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে বোমা মেরে খুন করার অভিযোগ তোলে মৃতের পরিবার এবং বিজেপি। যদিও প্রথম থেকেই ঘটনায় তৃণমূলের যোগ থাকার কথা অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। এরপর ডালু শেখের ছেলে জসীমউদ্দিন শেখ লাভপুর থানায় ১১ জনের নামে অভিযোগ দায়ের করে। যাদের মধ্যে ১০ নাম্বারে নাম থাকা জালাল শেখকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের দাবি সেদিনের ঘটনার মূল চক্রী এই জালাল শেখ।
আরও পড়ুনঃ বিধাননগরে বস্তাবন্দী যুবতী খুনের ঘটনায় গ্রেফতার ২
আজ বুধবার ধৃত জালাল শেখ এবং তার গাড়িচালককে বোলপুর আদালতে তোলা হয়। আদালতের কাছে পুলিশ জালাল শেখের ১৪ দিনের পুলিশি হেফাজত চাওয়া হলেও আদালত ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584