নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
সিতাই কাণ্ডে প্রচুর অস্ত্র উদ্ধার সহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নিজের দফতরে সাংবাদিক বৈঠক করেন কোচবিহার জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে। সেখানে ওই ঘটনায় ধৃত ১২ জনের মধ্যে চারজনকে মুখে কালো কাপড় বেঁধে হাজির করেন। পাশাপাশি সিতায়ের নতুন বাজার এলাকা থেকে প্রচুর পরিমানে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃত ওই ১১ জনের নাম সোহেল প্রামাণিক(২২), নূর মোহাম্মদ প্রামাণিক(৪০), নুর আলম প্রামানিক (৫০), আব্দুল মিয়া(১৯), সাদ্দাম হোসেন (২৩), কাশেম মিয়া(৫৪), মোহাম্মদ ইয়াসিন মিয়া (২৬), আলম মিয়া(৩৩), হায়দার আলি(৬৪),আইয়ুব আলী (৫৪), নীরদ বর্মণ।
বৃহস্পতিবার কোচবিহার পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে সাংবাদিক বৈঠক করে বলেন, ওই স্থানে তল্লাসি চালিয়ে ৪টি ওয়ান সাটার, ৫টি গুলি, ২৫ টি তীর, ৫টি ধারাল অস্ত্র, কয়েকটি হাত বোমা সহ প্রচুর পরিমানে পাথর উদ্ধার করেছে পুলিশ। তিনি আরও বলেন, ‘‘দুষ্কৃতীরা পুলিশের উপর হামলা চালায়৷ এর ফলে এক পুলিশ কর্মী গুলি বিদ্ধ হয়।’’ ঘটনায় মূল অভিযুক্ত ধরনীকান্ত সরকার পলাতক বলেও জানান তিনি। যার বাড়িতে এই শিবির চলছিল সেই নুর মহম্মদ প্রামানিককে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও এদিন গ্রেফতার হওয়া এক যুবক নিজেকে যুব তৃণমূল কংগ্রেস কর্মী বলে দাবি করেছেন৷ তাঁর অভিযোগ, রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন তাঁরা।
উল্লেখ্য, বুধবার তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সিতাই এলাকা। যুব তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল নিউ বাজার এলাকায় ২১ শে জুলাই উপলক্ষ্যে তাঁদের শিবির চলাকালীন হামলা চালায় তৃণমূল কংগ্রেস ও পুলিশ।
তাঁদের লক্ষ্য করে বোমা ও গুলি ছোঁড়া হয়৷ তাঁদের কর্মীদের উপর লাঠি চার্জও করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ তাঁদের দাবি, এলাকায় দুষ্কৃতীরা জড়ো হয়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছিল৷ সেখানে পুলিশ হানা দিলে পুলিশের উপর হামলা চালায় তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584