পিয়ালী দাস,বীরভূমঃ
সোনাঝুরি জঙ্গলের অভ্যন্তরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১ লা ডিসেম্বর একটি মধ্যবয়সী মহিলা অর্ধনগ্ন লাশ উদ্ধারের ঘটনায় মৃতার স্বামী ও এক যুবককে গ্রেফতার করল পুলিশ।
উদ্ধার হওয়া মৃতদেহ নানুর থানার নিমরা গ্রামের বাসিন্দা আলিমা বিবির (৩৬)।আলিমা বিবি বেস কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন কিন্তু বিস্ময়করভাবে কোনও অনুপস্থিত ডায়েরি স্থানীয় থানায় দায়ের করা হয়নি।নানুর থানার ওসি কীর্নাহারের একটি দোকানের একটি ছোট ব্যাগ উদ্ধার করেছিলেন।অর্ধেক খাওয়া বিরিয়ানির সহ প্লাস্টিকও উদ্ধার করা হয়েছিল।
নিখোঁজ হওয়ার পর কোন অভিযোগ দাখিল না করার বিষয়ে এই সূত্র এবং সন্দেহভাজনদের সঙ্গে পুলিশ তদন্ত শুরু করে।তদন্তের জন্য একটি পুলিশ কুকুরকে ডাকা হয়েছিল। পরিত্যক্ত শৌচাগারটির কাছে আনার পর কুকুরটির শান্তিনিকেতনের দিকে সোনাঝুরি জঙ্গলের অভ্যন্তরে এক কিলোমিটারেরও বেশি দৌড়ে গিয়েছিল কুকুরটি।তারপর পুলিশ কুকুর টি আবার ফিরে আসছিল।পুলিশ জানায়,
তদন্ত প্রক্রিয়ার সময় জানা গেছে যে মৃতার স্বামী ব্যবসায়ী আলাউদ্দিন শেখ দুবার বিয়ে করেছে। নিহত আলিমা তার প্রথম স্ত্রী ছিল।
কীর্নাহারে আলাউদ্দিনের একটি ছোট গহনা দোকান ও একটি গাড়ি ভাড়া ব্যবসা আছে।পুলিশ জানায় “জিজ্ঞাসাবাদের সময় আমরা আলাউদ্দিনের বিবৃতিতে কোন অপ্রাসঙ্গিক কথা খুঁজে পাইনি।আমরা মোবাইল টাওয়ারের মাধ্যমে সেফিকুলকে ট্র্যাক করেছিলাম এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে গিয়েছিলাম। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে আলাউদ্দিনি হত্যা করার পরিকল্পনা করেছিল।” এস পি শ্যাম সিং এর কাছে অভিযুক্ত স্বীকার করে একথা।
তদন্তকারী অফিসার জানান , “এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা ছিল। আলাউদ্দিন ও আলিমা তার দ্বিতীয় বিবাহের সময় থেকে খারাপ সময় কাটাচ্ছেন। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে, আলাউদ্দিন আমিনাকে তার সাথে পর্ণুয়ে ফকিরের কাছে যেতে বলেছিলেন, যিনি তাদের বৈবাহিক সমস্যা সমাধান করবেন।সেই মোতাবেক আলিমা কে নিয়ে পারুই রওনা দেয়, সেখানে আগে থেকেই হাজির ছিল সফিকুল। কাজের অজুহাতে আমিনা কে সোনাঝুরি জঙ্গলের পরিত্যক্ত বাড়ির অভ্যন্তরে নিয়ে যায়,প্রথমে তাকে তারা মারধর করে।পরে অলিমাকে মৃত্যু নিশ্চিত করার জন্য মাথার পাথর দিয়ে তার আঘাত করে।”
রবিবার অভিযুক্ত দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুনঃ ধারাল অস্ত্রের আঘাতে আহত তিন,পলাতক অভিযুক্তরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584