বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৈকুন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা গজলডোবা এলাকায় অভিযান চালায়। সেই সময় সন্দেহজনক একটি বাইকে দুজনকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় টিয়া ও ময়না পাখি।
এরপর দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মহম্মদ মোহমদ্দীন (২৬) এবং শিবু ওঁরাও।দুজনই শিলিগুড়ির বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে ৯টি টিয়া সহ ময়না পাখি উদ্ধার করা হয়।সেই সব পাখি পাচারকারীরা বাগডোগরা, শিবমন্দির, সুকনা, লাটাগুড়ি এলাকা থেকে সংগ্রহ করে গলগলিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আরও পড়ুনঃ বিরল প্রজাতির তক্ষক উদ্ধার
এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে,পাচারকারীদের একটি ২০ জনের টিম রয়েছে। এবং তাদের মোবাইল নম্বর পাওয়া গিয়েছে। যতদ্রুত সম্ভব তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584