পুলিশকে আক্রমণের অভিযোগে গ্রেফতার দুই সিভিক ভলান্টিয়ার্স

0
74

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারী থানার আই সি তীর্থেন্দু গাঙ্গুলী সহ পাঁচ পুলিশকর্মীকে মারধরের অভিযোগে দুজন সিভিক ভলান্টিয়ার্সকে গ্রেফতার করা হল। আজ ধৃতদের মেদিনীপুর জেলা দায়রা আদলতে তোলা হয়।জানা গেছে,মাস দুয়েক আগে সাসপেন্ড হয় প্রদীপ দাস ও তারক দন্ডপাট নামে দুই সিভিক ভলান্টিয়ার্স এর প্রতিবাদে গত ২৫শে জুলাই পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী থানার বেনাডিহা এলাকায় পথ অবরোধ করা হয়েছিল গ্রামবাসীদের পক্ষ থেকে।

গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার্স। নিজস্ব চিত্র

খবর পেয়ে কেশিয়াড়ি থানার আই সি তীর্থেন্দু গাঙ্গুলি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।অভিযোগ, এরপরই পুলিশের উপর চড়াও হন গ্রামবাসীরা। পুলিশকে লক্ষ্য করে ইঁটও ছোঁড়ে বলে অভিযোগ।ফলে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।ক্ষিপ্ত জনতাকে ঠেকাতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়।যদিও গ্রামবাসীদের অভিযোগ,পুলিশই প্রথমে তাঁদের উপর লাঠিচার্জ করে।এই হামলায় আই সি তীর্থেন্দু গাঙ্গুলী সহ পাঁচ জন পুলিশকর্মী ইঁটের ঘায়ে আহত হন।যদিও এ বিষয়ে মুখ খুলতে চায়নি অভিযুক্ত ওই দুই সিভিক ভলান্টিয়ার্স।

আরও পড়ুনঃ জেলা পরিষদের উদ্যোগে সাক্ষরতা দিবস উদযাপন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here