শ্যামল রায়,বর্ধমানঃ
দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল কালনা মহকুমা জুড়ে ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় রমরমা গাজার ব্যবসা চলছে। ট্রেন পথে এই সমস্ত গাজা বিভিন্ন গ্রামগঞ্জে পৌঁছে যায়। তাই পূর্বস্থলী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ধাড়াপাড়া থেকে ২ গাঁজা পাচারকারীকে গ্রেফতার করে। পূর্বস্থলী থানার পুলিশ জানিয়েছে গাঁজাসহ ২পাচারকারীর নাম সরবান দোসা ও গৌতম মজুমদার। প্রথম জনের বাড়ি উত্তর ২৪ পরগনায় দ্বিতীয় জনের বাড়ি পূর্বস্থলী থানার ধারা পাড়া গ্রামে। ধৃতদের বুধবার বর্ধমান আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
স্থানীয় সূত্রে অভিযোগ যে দীর্ঘদিন ধরেই গ্রামে-গঞ্জে প্রকাশ্যে গাঁজা বিক্রি হচ্ছে। জুয়ার বোর্ড যেমন চলে তেমনি গাঁজা ও বিক্রি হয় বিভিন্ন এলাকায়। ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় কালনা রেল স্টেশন থেকে শুরু করে কাটোয়া পর্যন্ত প্রকাশ্যে মদ যেমন বিক্রি হয়তেমনি জুয়ার আসর বসে পাল্লা দিয়ে চলে গাজা পাচার হওয়ার ঘটনা।
তাই পূর্বস্থলী থানার পুলিশ অভিযান চালিয়ে দুই গাঁজা পাচারকারীকে গ্রেফতার করে।
পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিক সোমনাথ দাস জানিয়েছেন যে এই ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে। অসমাজিক কাজে যুক্ত দোষীদের কোনভাবেই রেহাই দেওয়া যাবে না। তিনি আরও জানিয়েছেন যে দুই পাচারকারীর কাছ থেকে ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584