সিউড়ির গৃহবধূ খুনের ঘটনায় গ্রেফতার দুই

0
77

পিয়ালী দাস,বীরভূমঃ
সিউড়ি শহরের সাজানো পল্লীর গৃহবধূর মৃত্যুর ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করল সিউড়ি থানার পুলিশ।ধৃতদের রবিবার সিউড়ি আদালতে তোলা হবে।যদিও খুনের কারণ সম্বন্ধে পরিষ্কার করে পুলিশ কিছু বলেনি।

ধৃত দুই। নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে গৃহবধূ শিউলি পাল(৩৫) এর খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাটজন বাজারের বাসিন্দা মাধব সিং এবং পুরন্দরপুরের বাসিন্দা এক গৃহবধূ মুনমুন সাহা মন্ডল কে গ্রেফতার করলো সিউড়ি থানার পুলিশ।গত ১৯ অক্টোবর দশমীর দিন সাজান পল্লীর বাড়ি থেকে তার বেডরুম থেকে গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ।স্বামী লক্ষ্মীকান্ত পাল রাত্রি নটা নাগাদ ফিরে এসে দেখেন বাড়ির সমস্ত দরজা খোলা।বেডরুমে খাটের উপরে স্ত্রীর নিথর দেহ পড়ে আছে। আলমারি খোলা,ঘরে কিছু জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে।ওই মহিলা নিজের বাড়িতে একটি বিউটিপার্লার চালাতেন।ঘটনার এক সপ্তাহ মধ্যেই পুলিশ কিনারা করে গ্রেফতার করল দুজনকে।
সিউড়ি শহরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর মেয়ে শিউলির সঙ্গে ২০০৩ সালে পাণ্ডবেশ্বর এর বাসিন্দা লক্ষীকান্ত বাবুর বিয়ে হয়।কয়েক বছর ধরে শিউলি দেবী তার বাবার তৈরি সাজানো পল্লীর বাড়িতে ষষ্ঠ শ্রেণীতে পড়া একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন।স্বামী পাণ্ডবেশ্বর এলাকায় কলিয়ারিয়েতে কর্মরত।তিনি প্রতিদিন সিউড়ি থেকে কর্মস্থলে যাতায়াত করতেন। ঘটনার দিনও স্বামীর কর্মস্থল থেকে ফিরে এসে স্ত্রীর নিথর দেহ দেখতে পান।তাদের ছেলে পুজোর সময় পাণ্ডবেশ্বর এর নিজের পৈত্রিক বাড়িতে পুজো দেখতে গিয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল বলেন, গৃহবধূকে খুনের ঘটনার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।দুজনই খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে।রবি বার তাদের কোর্টে তোলা হবে।

আরও পড়ুনঃ ব্যবসায়ীকে অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here