নারী পাচারের অভিযোগে ধৃত দুই,ক্ষুব্ধ এলাকাবাসীর দাবী কঠোর শাস্তি

0
112

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

নাবালিকা পাচারের অভিযোগে গ্রেফতার পিতা পুত্র।ঘটনার প্রকাশ এই যে,গত সোমবার উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার জিউলি তলার বাসিন্দা বছর চোদ্দর বয়সের রসনারা খাতুন নিখোঁজ হয়।

নিখোঁজ রসনারা।পারিবারিক সূত্রে প্রাপ্ত

থানায় অভিযোগের ভিত্তিতে নিখোঁজ নাবালিকার পরিবারের লোকেরা জানতে পারে জীবনতলা থানা এলাকার বাসিন্দা সাদ্দাম নাইয়া রসনারাকে নিয়ে ডায়মন্ড হারবারের ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম গাজির বাড়িতে রাখে।

সাদ্দাম নাইয়া। নিখোঁজ নাবালিকার পরিবার সূত্রে প্রাপ্ত

নুরুলের প্রতিবেশীরা নিখোঁজ নাবালিকার ছবি মোবাইলে দেখে পরিবারের লোককে জানায় সে নাবালিকা নুরুলের বাড়িতেই ছিলো।

অভিযুক্ত নুরুল ইসলাম গাজি।নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দারা সে বিষয়ে নুরুলকে বলতে গেলে অভিযুক্ত নুরুল সহ তার স্ত্রী ও ছেলে আরিফ জামান গাজি মিলে তাদের মারধোর করে।

অভিযুক্তের ছেলে আরিফ জামান গাজি।নিজস্ব চিত্র

এলাকাবাসীর অভিযোগ যে,নুরুলের বাড়িতে মাঝে মাঝেই অচেনা মহিলাদের আনাগোনা লেগেই থাকে।এলাকাবাসির আরোও অভিযোগ যে,নুরুল বাংলাদেশের বাসিন্দা সেখানে তার স্ত্রী আছে এখানে সরকারি খাস জমিতে জবর দখল করে থাকে।পেশায় মাছ ব্যবসায়ী হলেও এলাকাবাসী মনে করে সে আসলে নারী পাচারকারী।

নিখোঁজ নাবালিকার ছবি দেখে সনাক্ত করা নুরুলের প্রতিবেশী সুফিয়া বিবি।নিজস্ব চিত্র

রসনারার নিখোঁজের ঘটনায় এবং এলাকাবাসীকে অক্রমনে ক্ষুব্ধ প্রতিবেশীরা নুরুলের দৃষ্টান্ত মূলক শাস্তি চায়।

নিখোঁজ নাবালিকার দাদা কায়্যুম সর্দারের সাথে নুরুলের ক্ষুব্ধ প্রতিবেশীরা।নিজস্ব চিত্র

তারা নিখোঁজ নাবালিকার পরিবারের লোককে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়।নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেফতার করে।

নুরুলের আক্রমনে আহত প্রতিবেশী।নিজস্ব চিত্র

ঘটনার পর অভিযুক্তের পরিবারের অনান্য সদস্যরা পলাতক।যদিও অভিযুক্তের ভাগ্নে তার মামা নুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কিছু জানে না বলেই জানায়।

আরও পড়ুনঃ ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here