দুধ ব্যবসায়ী খুনে এক মহিলা-সহ ধৃত ২

0
56

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জ সুভাষগঞ্জের দুধের ব্যাবসায়ী অমল ঘোষ খুনের ঘটনায় এক মহিলাসহ দুজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ।

Arrested two on milk trader murder case | newsfront.co
ধৃত বাচ্চু পাল,পারমিতা কর্মকার।নিজস্ব চিত্র

ধৃতরা হল বাচ্চু পাল ও পারমিতা কর্মকার। পারমিতা কর্মকার বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে ৩৬৪ এ আইপিসি ৩০২ ও ২০১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। রায়গঞ্জ আদালতের সিজিএম শতরুপা ঘোষ অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বিগত ছয় দিন নিখোঁজ থাকার পর শুক্রবার বাড়ি থেকে কিছুটা দূরে এক নালায় বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয় রায়গঞ্জ সুভাষগঞ্জের সারদাপল্লির বাসিন্দা দুধের ব্যাবসায়ী অমল ঘোষের। এই ঘটনার তদন্তে নেমে রায়গঞ্জ থানার পুলিশ মৃতের মোবাইলের কল রেকর্ডিং শুনে শুক্রবার রাতেই মৃত অমল ঘোষের প্রতিবেশী মহিলা পারমিতা কর্মকার ও সুভাষগঞ্জ পালপাড়ার বাসিন্দা বাচ্চু পালকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর দুধের ব্যাবসায়ী অমল ঘোষের সুদের ব্যাবসাও ছিল। পারমিতা কর্মকার ও বাচ্চু পাল দুজনেই অমল ঘোষের কাছ থেকে প্রচুর টাকা সুদে ধার নিয়েছিল। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে গোলমালের জেরেই এই খুনের ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই খুনের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ ছয়দিন পর নিখোঁজ দুধ ব্যবসায়ীর বস্তাবন্দি দেহ উদ্ধার

তদন্তের স্বার্থে ধৃত পারমিতা কর্মকার ও বাচ্চু পালকে পুলিশ রিমান্ডের জন্য আদালতের কাছে আবেদন করে রায়গঞ্জ থানার পুলিশ। আদালত ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃত পারমিতা কর্মকার সাংবাদিকদের জানিয়েছে তিনি খুন করেন নি,তাকে ফাঁসানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here