বিধাননগরে বস্তাবন্দী যুবতী খুনের ঘটনায় গ্রেফতার ২

0
55

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

Bidhan Nagar Investigation center | newsfront.co
নিজস্ব চিত্র

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সয়দাবাদ চা বাগান এলাকায় বস্তাবন্দী যুবতী খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ।

Rabi Das Raju Debnath | newsfront.co
ধৃত দুই।নিজস্ব চিত্র

ধৃতদের নাম রবী দাস (১৯) রাজু দেবনাথ(২৫)। ধৃত দুইজনই উওর দিনাজপুর জেলার ইসলামপুরে বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই যুবতীর নাম লক্ষ্মী দাস। সে দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দা। প্রসঙ্গত চলতি সপ্তাহের সোমবার বিধাননগরের সয়দাবাদ চা বাগান এলাকা থেকে ওই যুবতীর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয়। এরপরেই তদন্তে নামে বিধাননগর থানার পুলিশ। যদিও তদন্তকারী জানিয়েছেন যে ওই যুবতীর সঙ্গে রাজু দেবনাথ নামে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সোমবার রাজু একটি গাড়ি ভাড়া করে ওই যুবতীকে বিধাননগরে নিয়ে আসে।

আরও পড়ুনঃ বিধাননগরে বস্তাবন্দী অজ্ঞাত পরিচয় নাবালিকার দেহ উদ্ধার

এরপর সয়দাবাদ চা বাগান এলাকায় ওই যুবতীকে শ্বাসরোধ করে খুন করে বস্তার ভিতরে ভরে বাগানের মধ্যে ফেলে দেয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে যে ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় তাকে খুন করেছে। যদিও এই বিষয়ে গ্রামীণ ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন যে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here