নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ
গোপনসূত্রের খবরের ভিত্তিতে বৈকুন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালায় জলপাইগুড়ির ফাটাপুকুর এলাকায়। এরপর সেখানে তক্ষক সহ দুইজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম হলো জীবন বর্মন(২৩) অতুল সরকার(৩২)। দুজনই আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বাসিন্দা।
আরও পড়ুনঃ ভারত নেপাল সীমান্ত থেকে ধৃত দুই বাংলাদেশী যুবক
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তক্ষকটি ডুয়ার্স থেকে নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। এবং তক্ষকটি ৫ লক্ষ টাকায় বিক্রি হবার কথা ছিল। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে তক্ষকটি জলদাপাড়া থেকে ধরা হয়েছিল। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584