উন্নয়ন খাতের টাকা ফেরত যাওয়ার মুখে, দাবি সুকান্তর

0
21

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

জেলা প্রশাসনের অসহযোগীতা ও উদাসীনতার জন্য দক্ষিন দিনাজপুর জেলার জনগনের সুস্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য মেডিক্যাল কলেজ স্থাপনের প্রকল্প ও জেলার উন্নয়নের জন্য বরাদ্দ সাংসদ কোটায় অর্থ ফিরে যেতে বসেছে বলে অভিযোগ তুললো খোদ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

development fund back to state government | newsfront.co
সুকান্ত মজুমদার। নিজস্ব চিত্র

আজ দুপুরে বালুরঘাট শহরের বিশ্বাস পাড়া এলাকায় সাংসদের কার্যালয়ে ভিড়ে ঠাসা এক সাংবাদিক সম্মেলনে সাংসদ সুকান্ত মজুমদার জেলা প্রশাসনের বিরুদ্ধে এই অসহযোগীতার অভিযোগ তোলেন। পাশাপাশি প্রশাসনের এই অসহযোগীতার ফলে যাতে জেলার উন্নয়ন ব্যহত না হয়, তা কাটিয়ে উঠতেই এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেল করে এই ব্যাপারে তার হস্তক্ষেপ করার দাবি জানালো বালুরঘাটের সাংসদ তথা জেলার বিজেপি নেতা সুকান্ত মজুমদার।

development fund back to state government | newsfront.co
নিজস্ব চিত্র

ক্ষুদ্ধ সাংসদের অভিযোগ সীমান্ত ঘেষা জেলার জনগনকে কেন্দ্রীয় সু-স্বাস্থ্য পরিষেবা পাইয়ে দেবার জন্য তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করে জেলায় একটি মেডিক্যাল কলেজ কাম হাসপাতাল স্থাপন করার ব্যাপারে আবেদন জানান। তিনি রাজি হন। সে মত বালুরঘাটে ফিরে রাজ্য সরকারকে জেলা প্রশাসনের মাধ্যমে সব কিছু জানিয়ে চিঠি দেওয়া হয়।

আরও পড়ুনঃ বড়ঞা ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান

সাংসদের আরও অভিযোগ কিন্তু দুখের বিষয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজি থাকলেও জেলা প্রশাসনের তরফে এব্যাপারে কোন উচ্চবাচ্চ্য না করার ফলে জলপাইগুড়ি জেলা মেডিক্যাল কলেজ পেয়ে গেলেও আমাদের জেলা তা থেকে বঞ্চিত থেকে গেল স্রেফ প্রশাসনের অসহযোগীতার জন্য।

তিনি আরও বলেন এরপরেও তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করলে স্বাস্থ্যমন্ত্রী তাকে জেলা হাসপাতালের উন্নয়নের জন্য আবেদন করতে বলেন।

তাই এবার আর জেলা প্রশাসনের ভরসা না রেখে জেলার মানুষের সুস্বাস্থ্য পরিষেবা পাইয়ে দেবার জন্য জেলার বালুরঘাট সুপার ফেসিলিটিস হাসপাতালের আপগ্রেডেসনের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে মেল করে আবেদন জানিয়েছেন বলে তিনি জানান।

আরও পড়ুনঃ বাতিল হওয়া ইঞ্জিনে রেস্তোরাঁ, ঘুরে দেখলেন ম্যানেজার

ক্ষুদ্ধ সাংসদ সুকান্ত মজুমদারের আরও অভিযোগ জেলার মানুষ জেলা প্রশাসনের অসহযোগীতায় জন্য শুধু মেডিক্যাল কলেজ থেকেই বঞ্চিত হয় নি। জেলা প্রশাসনের এই উদাসিনতা ও অসহযোগীতার ফলে তার সাংসদ কোটার জেলার উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় পনে তিন কোটি টাকার অর্থ জেলা থেকে ফিরে যাওয়ার আশংকা দেখা দিয়েছে বলে তিনি আজ অভিযোগ জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here