হরষিত সিং, মালদহঃ
ফের পঞ্চাশ হাজার টাকার জাল নোট সহ মুর্শিবাদের দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ।সোমবার গভীর রাতে পুলিশ বৈষ্ণবনগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পিটিএস মোড় এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে।মঙ্গলবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ।
গোপন সুত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ হানা দেয় ৩৪ নম্বর জাতীয় সড়কের পিটিএস মোড় সংলগ্ন এলাকায়।গভীর রাতে ওই এলাকায় সন্দেহজনক ভাবে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে।তল্লাশি চালিয়ে ধৃত দুই জনের কাছ থেকে উদ্ধার করে জাল নোট। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতরা হল সাহানি শেখ(১৮) ও নাবির শেখ(২০)। তাদের বাড়ী মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার সাহাজাতপুর এলাকায়।দুই জনের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৫০ হাজার টাকার জাল নোট।
সবগুলিই দুই হাজার টাকার নোট। পুলিশের প্রাথমিক অনুমান এই দুই জন কোন জালনোট পাচার চক্রের কাছ থেকে সেগুলি নিয়ে অন্য কোথাও পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল।মঙ্গলবার ধৃত দুই জনকে মালদহ জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নামে পুলিশ।
আরও পড়ুনঃ লরিকে ধাক্কা সরকারি বাসের ,আহত পাঁচ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584