নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
বোম মারতে যাবার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, দিনহাটা ২ ব্লকের শালমারা বাজার এলাকায় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ঘরোয়া বৈঠক ছিল। সে বৈঠকে বোম মারতে যাওয়ার অভিযোগে ওঠে এক ব্যাক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন জিসিপিএ এ এক দলীয় আলোচনা সভা হওয়ার কথা ছিল শালমারা বাজার এলাকায়। সেখানে সন্দেহ হওয়ায় এক ব্যাক্তিকে আটক করে স্থানীয় বাসিন্দারা।

অভিযুক্ত ব্যক্তি জানান , জিসিপিএর সেই আলোচনা সভাকে বানচাল করতে তৃণমূল কংগ্রেস সমর্থক নবরুদ্দিন ওপোস্টমাস্টার লাবলু শেখ তাকে পাঠান বোমা মারার জন্য। পথে সন্দেহজনক ভাবে যাওয়া অভিযুক্ত ওই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আটকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার ব্যাগে একাধিক তাজা বোমা দেখতে পায়।পরবর্তীতে সাহেবগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওই ব্যাক্তিকে গ্রেফতার করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584