নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
পুরানো জাল নোট পাচার চক্রের পান্ডা সন্দেহে এক যুবককে গ্রেফতার করল সিবিআই। রবিবার সকালে মালদা জেলার বৈষ্ণবনগর থানার চর সুজাপুর গ্রামে বাড়ি থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। এদিন ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেয় সিবিআই।
পুলিশ ও সিবিআই সুত্রে জানাগিয়েছে, মালদা জেলার বৈষ্ণবনগর থানার বাসিন্দা শিবুলাল মন্ডলকে পুরানো প্রায় চার লক্ষ ৯২ হাজার টাকার জাল নোট সমেত গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।
ঘটনার তদন্তের দায়িত্বভার দেওয়া হয় সিবিআইকে। তদন্তে নেমে সিবিআই কর্তারা জানতে পারে উত্তরপ্রদেশের সবেশ পাঠক নামে এক ব্যাক্তিকে জালনোট গুলি দিতে যাচ্ছিল। এমনকি ওই পাচার চক্রের সঙ্গে অভিযুক্তের দাদা জড়িত। তার দাদার খোজে তদন্তে নামে সিবিআই। দীর্ঘদিন ধরে খোজার পর অবশেষে রবিবার ধৃতকে বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
এদিন বৈষ্ণবনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ধৃতের বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিশ্বনাথ মন্ডল(২৫)। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতের মাধ্যমে নিজেদের হেপাজতে নেয় সিবিআই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584