শ্যামল রায়,নবদ্বীপঃ
নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিব পরিচয় দিয়ে একাধিক প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ।নবদ্বীপ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃত যুবকের নাম তাপস বন্দ্যোপাধ্যায় বাড়ি নৈহাটির এস সি পাল রোডে। পুলিশ ধৃতকে নবদ্বীপ আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মায়াপুর ইসকনের ভক্ত গৌড় হরি দাস।অভিযোগকারী গৌড় হরি দাস নবদ্বীপ থানায় অভিযোগে উল্লেখ করেছেন যে তাপস বন্দ্যোপাধ্যায় নামের ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর সচিব পরিচয় দিয়ে লাল-নীল বাতি লাগিয়ে গাড়ি চড়ে বেড়াতেন।সেইসাথে বাঁকুড়ার একটি ইসকন মন্দির প্রতিষ্ঠা করার জন্য মায়াপুরের ভক্তদের কাছ থেকে টাকা তুলেছেন। এছাড়াও নদীয়া জেলা শাসক হিসাবে খুব শীঘ্রই নিযুক্ত হচ্ছেন বলেও তাদের কাছে জানিয়েছিলেন।সব সময় বড় হরফে লেখা গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে অন ডিউটি তে ঘুরে বেড়াতেন বলে অভিযোগ।নবদ্বীপ থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এবং জানতে পারে যে তাপস বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবক বাকুড়ার এক ডেরাতে থাকে।অভিযোগকারী গৌড় হরি দাসের অভিযোগ যে ২০১৪ সাল থেকে এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছেন প্রতারক তাপস বন্দ্যোপাধ্যায়।নবদ্বীপ থানার পুলিশ অভিযোগ পেয়ে এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে বাঁকুড়ার রায়পুরে তাপসের ডেরায় হাজির হয় এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে এলে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।নবদ্বীপ আদালতের সরকারি কৌঁসুলি নবেন্দু মন্ডল জানিয়েছেন যে ধৃতের বিরুদ্ধে পুলিশ একাধিক মামলা রুজু করেছে তদন্তের স্বার্থে পুলিশ ধৃতকে নানান ধরনের জিজ্ঞাসাবাদ করছে এবং বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ স্বামী ও শ্বশুরের অত্যাচারে জর্জরিত হয়ে থানার দ্বারস্থ গৃহবধূ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584