কাকীমাকে খুনের অভিযোগ ধৃত যুবক

0
186

সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ

Arrested youth on charges of murder Aunty
নিজস্ব চিত্র

নিজের কাকিমাকে চ্যালা কাঠ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

Arrested youth on charges of murder Aunty
মৃতের আত্মীয়।নিজস্ব চিত্র

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার থানা এলাকার চাঁদা গ্রামে।ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Arrested youth on charges of murder Aunty
মৃতের আত্মীয়।নিজস্ব চিত্র

জানা যায়,এদিন দুপুরে টিউবওয়েল থেকে জল আনতে গিয়েছিলেন বছর চল্লিশের গৃহবধূ জয়নাব বিবি। জল নিয়ে বাড়ি ফেরার পথে পারিবারিক কারনে বচসা বাধে তার ভাসুরের পরিবারের সাথে।তখনই কাঠের চেলি দিয়ে গৃহবধূর উপর চড়াও হয় অভিযুক্ত যুবক সাহিফুল্লা হালদার।পরে কাঠ দিয়ে গৃহবধূর মাথা থেঁতলে দেয় ওই যুবক।

আরও পড়ুনঃ ফুলবাড়িতে গ্রেফতার এক বাংলাদেশি যুবক

ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহবধুর।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।অন্যদিকে অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here