নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সক্রিয় সহযোগিতায় এবং মেদিনীপুর পুরসভার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের রাঙামাটি সমাগম ক্লাবের ব্যবস্থাপনায় করোনা আবহে মানবদেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিকারী হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম-৩০ বিনামূল্যে এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা এবং কলেজের অন্যতম বরিষ্ঠ আধিকারিক ডাঃ ভোলানাথ পান্ডা। পাশাপাশি উপস্থিত ছিলেন ৪ সদস্যের জুনিয়র ডাক্তারদের একটি টিম।
তারা দুটি টিমে ভাগ হয়ে উপস্থিত জনগণের মধ্যে যেমন করোনা সচেতনতার বার্তা দেন, তেমনই ওষুধ বিলির পাশাপাশি সেবনের নিয়ম কানুন বুঝিয়ে দেন এবং ডাঃ ভোলানাথ পান্ডা মহাশয় ওষুধের থেকেও সামাজিক স্বাস্থ্য বিধি নিয়ম পালনের জন্য সচেতন করেন। রাঙামাটি সমাগম ক্লাব কার্য্যালয় প্রাঙ্গণে আয়োজিত এদিনের কর্মসূচির সূচনা করেন হোমিওপ্যাথি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা।
আরও পড়ুনঃ ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু চা বাগানে
টিম লিডার হিসেবে কর্মসূচিতে উপস্থিত থেকে ডাঃ ভোলানাথ পান্ডা প্রায় ৭০০জন পরিবারের নাম তাদের রেজিস্টারে নথিভুক্ত করে তাদের হাতে ওষুধ তুলে দেন। এই ৭০০ টি পরিবারের প্রায় ৪০০০ জন মানুষ রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিকারী হোমিওপ্যাথিক ওষুধ সেবনের সুযোগ পাবেন।
আরও পড়ুনঃ সংবর্ধনা অনুষ্ঠানে সারমেয়দের ভুরিভোজের আয়োজন
উপস্থিত ডাক্তারবাবুগণ ও অতিথিবৃন্দ হোমিওপ্যাথিক ওষুধটি নিয়মমেনে সেবনের অনুরোধ করেন, এছাড়া তারা এই উদ্যোগের প্রশংসার পাশাপাশি এই ওষুধ বিতরণ কর্মসূচির অন্যতম মুখ্য উদ্যোক্তা সদস্যদের বন্ধুসম জীবন বীমা এজেন্ট ও মিউচ্যুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটর সমাজকর্মী শ্রী অরুণ কুমার মাইতির বিশেষ প্রশংসা করেন। এবং এই কর্মসূচির যিনি মূল উদ্যোক্তা সমাজসেবী রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক ডাঃ নির্মলেন্দু দে মহাশয়ের ক্লান্তহীন প্রচেষ্টার ভূয়সী প্রশংসার পাশাপাশি আশীর্বাদ প্রার্থনাও করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584