বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, আর্সেনিক অ্যালবামের চাহিদা তুঙ্গে

0
144

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

করোনা আতঙ্কে ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। যত দিন যাচ্ছে, ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা প্রতিরোধে সেরা দাওয়াই আর্সেনিক অ্যালবাম-৩০ সি। এমনটাই দাবি বিশিষ্ট হোমিওপ্যাথিদের।

medicine shop | newsfront.co
নিজস্ব চিত্র

চিকিৎসকদের মতে, এই পরিস্থিতিতে প্রয়োজন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধি। আর তা দ্রুত তৈরি করতে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ অত্যন্ত কার্যকর মাধ্যম বলে মনে করছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকরা।

আরও পড়ুনঃ নবদ্বীপে টোটো চলাচল বন্ধ করে দিল পুলিশ

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকও ইতিমধ্যে হোমিওপ্যাথির প্রতিরোধক ওষুধ হিসেবে আর্সেনিক অ্যালবাম-৩০ সি-র প্রয়োগের জন্য নির্দেশিকা দিয়েছে। ট্রায়াল চলছে মহারাষ্ট্রের পুণে ও মুম্বই, গুজরাট, কেরল ও পশ্চিমবঙ্গের মেদিনীপুরে।

হোমিওপ্যাথি চিকিৎসায় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলুন, কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের পরামর্শ মেনে ঝাড়গ্রামের হোমিওপ্যাথি ওষুধের দোকানে লাইন দিচ্ছেন অনেকেই। করোনা-আবহে মন্ত্রকের পরামর্শের পরই আর্সেনিক অ্যালবামের বিক্রি বেড়েছে বলে জানাচ্ছেন ঝাড়গ্রামের হোমিওপ্যাথি ওষুধ বিক্রেতারা। আর্সেনিক অ্যালবাম ৩০ কিনতে প্রায় হুড়োহুড়ি ঝাড়গ্রামের হোমিওপ্যাথির দোকানগুলিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here