আর্সেনিক মুক্ত জলের দাবিতে পথ অবরোধ রঘুনাথগঞ্জে

0
78

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

গ্রীষ্মকাল পড়তেই ভয়াবহ জলের সঙ্কট। কলের জলই একমাত্র ভরসা। তাও আবার ঘোলাজল । তাই চরম সঙ্কটে কয়েক হাজার মানুষ। বাধ্য হয়ে ঘোলা জল খেয়ে দিন কাটছে তাদের ।

road block in raghunath ganj
নিজস্ব চিত্র 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতি বছর  গ্রীষ্মকাল পড়তে না পড়তেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ ব্লকের দফরপুর এলাকায় তীব্র  জলের সংকট দেখা দেয়। ইতিমধ্যে ওই এলাকা গুলোতে বেশির ভাগ কলের জল শুকিয়ে গিয়েছে। যা আছে তাও আবার ঘোলা জল। বাধ্য হয়ে কলের ঘোলা জল পান ও রান্না কাজে ব্যবহার করছেন এলাকাবাসী । ওই এলাকায় প্রায় কয়েক হাজার পরিবার বসাবাস করে। তাঁদের পানীয় জলের ভরসা বলতে কলের জল। ফলে চরম সমস্যার মধ্যে দিন কাটচ্ছে। ঘোলা কলের জল খেয়ে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, তবুও বাধ্য হয়ে ওই কলের ঘোলা জল পান করতে হচ্ছে ।

আরও পড়ুনঃ করোনা কাঁটা সরলেই লাগু হবে সিএএ – বাংলা সফরে শাহী প্রতিশ্রুতি

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ওই এলাকায় একটি আর্সনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করার। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে প্রধান, মেম্বারদের বার বার বলা হয়েছে আর্সনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থার জন্য, কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। গ্রামবাসীদের অভিযোগ,  ভোট আসে নেতার আসে, আশ্বাস দেয়। ভোট চলে গেলে নেতাদের আর দেখা যায় না। কোনো সুরাহা না মেলায় আজ রাস্তা অবরোধ করেন তাঁরা।  খবর পেয়ে সেখানে ছুটে আসেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here