করোনা কাঁটা সরলেই লাগু হবে সিএএ – বাংলা সফরে শাহী প্রতিশ্রুতি

0
70

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

মতুয়া সহ রাজ্যের উদ্বাস্তুদের মধ্যে গভীর সংশয় জাগছে নাগরিকত্ব আইন কার্যকর আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন রাজ্যে নাগরিকত্ব আইন কার্যকর করবেন না তিনি।

amit shah bengal visit
ছবিঃ টাইমস অফ ইন্ডিয়া

অদ্ভুতভাবে তার কয়েকঘন্টার মধ্যেই নাগরিকত্ব আইন নিয়ে হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ির জনসভা থেকে অমিত শাহ সাফ জানিয়েছেন নাগরিকত্ব আইন বিজেপি সরকার কার্যকর করবেই।  তিনি এও বলেন যে তৃণমূল সিএএ-র বিরোধিতা করছে। তৃণমূলের দাবি সিএএ নাকি আদৌ বাস্তবায়িত হবে না, কিন্তু শিলিগুড়ির সভা থেকে শাহ স্পষ্ট জানিয়ে দেন বিজেপি সরকার সিএএ লাগু করবেই। উদ্বাস্তু ভাইবোনেদের কথা ভেবেই জারি হবে সিএএ। কিন্তু এই প্রতিশ্রুতির মাঝে একটি কাঁটা-র কথা উল্লেখ করেন শাহ, তিনি বলেন, “করোনা কমলেই সিএএ-র পুরোটাই সম্পন্ন হবে।“

আরও পড়ুনঃ ৩ বছর পরে রেপো রেট বৃদ্ধি RBI-এর, শেয়ার বাজারে ধস; বাড়তে পারে EMI

২০১৯ সালের ডিসেম্বর মাসে সংসদের উভয়ক্ষে পাস হয়ে  রাষ্ট্রপতির সই এর পরে  সিএএ বিল আইনে পরিণত হয়।  কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সিএএ আইনের নীতি এখনও সম্পূর্ণভাবে প্রণয়ন হয়নি। এজন্য আদালতে করোনা অতিমারিকেই দায়ী করেছে কেন্দ্র। তবে, সিএএ নিয়ে  ক্ষোভ রয়েছে বাংলার একাধিক বিজেপি সাংসদ ও বিধায়কদের মধ্যে। এই পরিস্থিতিতে রাজ্য সফরে এসে  সিএএ লাগু হওয়া যে শুধুই সময়ের অপেক্ষা সেই আশ্বাসই দিলেন অমিত শাহ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here