মনিরুল হক, কোচবিহারঃ
ছবি আঁকার প্রতি শিশুদের উৎসাহিত করার পাশাপাশি অঙ্কনের বিভিন্ন কলা কৌশল শেখাতে দুই দিনের শিবির শুরু হল কোচবিহারে।শনিবার নান্দনিক সংস্থার পক্ষ থেকে এই অঙ্কন শিবিরের আয়োজন করা হয়। দুই দিন ব্যাপী এই শিবিরে অঙ্কনের বিভিন্ন কৌশল ও ধারণা দিতে শান্তিনিকেতন থেকে কয়েকজন কলা কুশলীকে আমন্ত্রিত করে আনা হয়েছে। অতিথিরা শিশুদের আঁকার বিভিন্ন বিষয়ে দেখানোর পাশাপাশি শিশুদের মধ্যে সূক্ষ্ম রুচি বোধ গড়ে তোলার চেষ্টা করবেন। শান্তিনিকেতন থেকে আসা দীপঙ্কর হালদার, অরূপ পাল, তাপস ঘোষ, মৌশালি পালরা এদিন এই শিবিরে শিশুদের অঙ্কনের প্রশিক্ষণ দেন।
নান্দনিক সংস্থার আচার্য শৌভিক ভৌমিক বলেন, “নান্দনিকের পক্ষ থেকে গতবারের মত এবছরও অঙ্কন শিবির করছি। ছোটোদের দুই দিন ধরে ছবি আঁকা সেখান হবে। ছবি আঁকার আরও কিছু বিদ্যা, কলা কৌশল শেখানো হবে। এর জন্য শান্তিনিকেতন থেকে কয়েকজন শিক্ষক এসেছেন। দুইদিন ধরে এই অঙ্কন শিবির চলবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584