নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
একের পর এক টলিউড তারকার করোনা সংক্রমণের খবর সামনে আসছে প্রায় প্রতিদিন। ফলে, বেশ খানিকটা সমস্যায় পড়তে হয় মেগা সিরিয়াল এবং সিনেমার শুটিঙের। আর তাই আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড-সহ সংগঠনগুলি বৈঠকে বসে সম্প্রতি। করোনা রুখতে একগুচ্ছ নিয়ম মানতে হবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।
সম্প্রতি, আর্টিস্ট ফোরামের তরফে এক নির্দেশিকা জারি হয়েছে। তাতে জানানো হয়েছে, কীভাবে কোন কোন নিয়ম মেনে চলবে শুটিং। আপাতত কেন্দ্র বা রাজ্য সরকারের কাছ থেকে কোনও নির্দেশ না পাওয়া পর্যন্ত এই নিয়মগুলোই জারি থাকবে।
নিয়ম গুলি একঝলকে–
১) কোনও শিল্পী যদি মনে করেন কোভিড পরিস্থিতির মধ্যেই কাজ করবেন, তিনি তা করতে পারেন। না চাইলে করবেন না। কারোকে জোর করা যাবে না।
২) প্রত্যেক শনিবার ৪ টের মধ্যে শিল্পীকে পরের সপ্তাহে তিনি কাজ করতে পারবেন কিনা তা জানাতে হবে। কন্ট্র্যাক্টহীন অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য।
৩) কেউ যদি প্যান্ডেমিক পরিস্থিতিতে শুট করতে না চান, তা মেনে নেওয়া হবে। তবে, তিনি অন্য কোনও প্রজেক্টেও সেই ফাঁকা সময়ে অংশ নিতে পারবেন না। তাহলে সেই শিল্পীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে আর্টিস্ট ফোরাম।
৪) শ্যুটিং ফ্লোরে আপাতত রোটেশন পদ্ধতিতে কাজ চলবে। ফ্লোরে একসঙ্গে ৩৫ জনের বেশি থাকবেন না।
৫) অভিনেতা-অভিনেত্রী ছাড়া সবাইকেই মাস্ক পরতে হবে ফ্লোরে।
৬) একটি ঘরে শিল্পী একাই খাবার খাবেন। সেই সময় অন্য কেউ উপস্থিত থাকলে তাঁকে অবশ্যই মাস্ক পরতে হবে।
৭) মেকআপের যাবতীয় সরঞ্জাম, গয়না, উইগ রোজ স্যানিটাইজ করতে হবে। কেউ নিজের মেকআপ ব্যবহার করতে চাইলে করতে পারবেন। পাশাপাশি দিনে একবার অন্তত শুটিং ফ্লোর, মেকআপ রুম, বাথরুম স্যানিটাইজেশন করতে হবে।
৮) প্রত্যেক শিল্পীকে টিকা নেওয়ার আবেদন জানানো হয়েছে। এবং এই কাজে তাঁদের সাহায্য করবে বলে জানিয়েছে আর্টিস্ট ফোরাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584