নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আর্টিস্ট ফোরাম নিল এক নয়া উদ্যোগ। একটি ক্লাব এবং আর্টিস্ট ফোরামের উদ্যোগে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের ব্যাডমিন্টন ট্রেনিং সেন্টারের কমপ্লেক্সে গড়ে উঠবে ২৫ টি শয্যা বিশিষ্ট সাময়িক সুস্থতা কেন্দ্র৷
গত বছর লকডাউনেও ৭০০ জন শিল্পীকে তিন মাস টাকা দিয়েছিল আর্টিস্ট ফোরাম।
এমনকী কলাকুশলীদের জন্য ফেডারেশনের হাতে তুলে দিয়েছিল ৩ লক্ষ টাকা।আর এবার এমন এক উদ্যোগ আর্টিস্ট ফোরাম নিল যে তাতে কোভিড রোগীরা বিনা খরচে পরিষেবা পাবেন। চিকিৎসা পরিষেবা, অক্সিজেন, থাকা-খাওয়া সবেরই ব্যবস্থা থাকবে।
আরও পড়ুনঃ কোভিড জয়ী সন্ধ্যা রায়
আর্টিস্ট ফোরামের ৩০০০ সদস্য ও তাঁদের পরিবারের প্রত্যেক সদস্য এই পরিষেবার আওতায়। কলাকুশলীরাও ইচ্ছে হলে নিতে পারেন এই পরিষেবা।আর্টিস্ট ফোরামের পথ প্রদর্শক সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে সেন্টারের নাম রাখা হয়েছে ‘সৌমিত্র’।বিধায়ক দেবাশিস কুমার এই উদ্যোগের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, সৌমিত্র সেন্টারটি ৮৯ এবং ৯৩ নম্বর ওয়ার্ডের মধ্যে বলে সেই এলাকার অধিবাসীরাও পরিষেবার সুযোগ পাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584