করোনার কারণে চিরঘুমে বুদ্ধদেব দাশগুপ্ত’র সহকারী, অভিনেতা অরুণ গুহ ঠাকুরতা

0
226

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক স্বনামধন্য অভিনেতার। বাংলা ছবির পরিচিত মুখ অরুণ গুহ ঠাকুরতা শুধু অভিনেতাই ছিলেন না, তিনি একজন দক্ষ সহ পরিচালকও ছিলেন। অভিনেতার মেয়ের কথা অনুযায়ী, তিনি ১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে যান। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তাঁর কোভিড টেস্ট করানো হয়। রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।

old man | newsfront.co

এরপর সেই বেসরকারি হাসপাতাল অরুণ বাবুকে আর রাখতে চায় না। পরিচালক গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত এবং কৌশিক গাঙ্গুলির সহায়তায় এম আর বাঙ্গুর হাসপাতালে অভিনেতাকে ভর্তি করানো হয়। চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। আজ দুপুর ১ঃ৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা অরুণ গুহ ঠাকুরতা।

doctor | newsfront.co

‘বিসর্জন’, ‘সিনেমাওয়ালা’, ‘বসু পরিবার’, ‘শব্দ’, ‘চোলাই’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু অভিনেতাই নয়, তিনি ছিলেন দক্ষ সহ পরিচালক। ‘উড়োজাহাজ’ ছবিতে বুদ্ধদেব দাশগুপ্ত’র সহ পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

আরও পড়ুনঃ মা’কে হারিয়েও পরদিন সঠিক সময়ে শুটিং ফ্লোরে কাঞ্চন

an old woman | newsfront.co

বুদ্ধদেব দাশগুপ্ত’র সঙ্গে একাধিক কাজের পাশাপাশি অন্যান্য খাতনামা পরিচালকের সঙ্গেও সহ পরিচালনার কাজ করেছেন তিনি। অসম্ভব গুণী এক মানুষ ছিলেন অরুণ গুহ ঠাকুরতা। প্রচারবিমুখ একজন মানুষ। বুদ্ধদেব দাশগুপ্ত’র কাছের মানুষ ছিলেন অরুণ বাবু। তাঁর মৃত্যুতে শোকাহত টলিউড।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here