সুরের তরী বেয়ে মুম্বইয়ে মঞ্চ কাঁপাচ্ছে বাংলার অরুণিতা

0
294

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

১৯৯০। পাড়ার ক্লাবের অনুষ্ঠানে মাত্র ছ’বছর বয়সে প্রথম গান গেয়েছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ষোলো বছর বয়সে একটি হিন্দি চ্যানেলে গানের রিয়্যালিটি শো’র হাত ধরে শুরু হয়েছিল তাঁর যাত্রাপথ।

Arunita in Sa Re Ga Ma Pa
ছবি: সংগৃহীত

এরপর যতদিন গেছে একের পর এক সিনেমায় প্লেব্যাক সিঙ্গারের দায়িত্ব সামলেছেন শ্রেয়া। তাবড় তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। এভাবেই বহরমপুরের মেয়ে থেকে সঙ্গীতের রাণী হয়ে ওঠেন শ্রেয়া ঘোষাল।

Arunita Kanjilal
ছবি: সংগৃহীত

সম্প্রতি ঠিক এরকমই আরও এক বাঙালি শিল্পীর গল্প বেড়ে উঠছে মুম্বইয়ে। হ্যাঁ, সেই শিল্পীর নাম অরুণিতা কাঞ্জিলাল। ২০১৩ সালে একটি বাংলা চ্যানেলে ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’ এর মঞ্চ থেকে অরুণিতার সঙ্গীত জীবন শুরু হয়।

Arunita Indian Idol
অরুণিতা কাঞ্জিলাল। ছবি: সংগৃহীত

এরপর থেকেই বড় শিল্পী হওয়ার স্বপ্নকে সঙ্গী করে এগিয়ে গেছে বছর দশেকের অরুণিতা কাঞ্জিলাল। এখন তাঁর বয়স ১৯। একটি হিন্দি চ্যানেলের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ কাঁপাচ্ছেন কলকাতার অরুণিতা।

সুরের রাজসভার সদস্য হওয়ার স্বপ্নকে পাখির চোখ করে এগিয়ে চলেছেন তিনি। এই রিয়্যালিটি শো’য়ের মঞ্চে তাঁর কণ্ঠে কখনও শোনা গেছে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গাওয়া ‘প্যায়ার হুয়া ইকরার হুয়া হ্যায়’, আবার কখনও ওই মঞ্চে বিশিষ্ট সুরকার বাপ্পি লাহিড়ীর স্পেশ্যাল রিকুয়েস্টে তাঁকে ‘চিরদিনই তুমি যে আমার’ গাইতেও শোনা গেছে।

অরুণিতার কণ্ঠে ‘পিয়া তু’, ‘কহে দুঁ তুমহে ইয়া চুপ রহুঁ’র মতো গান শুনে মুগ্ধ হয়েছেন কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলে। এছাড়াও অরুণিতার কণ্ঠে ‘সত্যম শিবম সুন্দরম্’, ‘মোহে রং দো লাল’, এ আর রহমান পরিচালিত ‘কহেনা হি ক্যায়া’, গানগুলি ইতিমধ্যেই শ্রোতাদের হৃদয়স্পর্শ করেছে।

Arunita Kanjilal Indian Idol
অরুণিতা কাঞ্জিলাল

গানের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলালের গান এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় একবার ঢুঁ মারলেই চোখে পড়বে অরুণিতার গানের ভিডিও।

সম্প্রতি গত জুন মাসেই ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর বিচারক হিমেশ রেশামিয়া’র নতুন অ্যালবামে গান গেয়েছেন অরুণিতা কাঞ্জিলাল এবং ওই রিয়্যালিটি শো’র আরও এক প্রতিযোগী পবনদীপ রাজন।

গানের নাম ‘তেরি উম্মিদ’। মাত্র দু’সপ্তাহ আগে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই গানটি। অরুণিতা ও পবনের কণ্ঠে এই গান ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে।

শুধু তাই নয়, ওই একই অ্যালবামে আরও একটি গান গেয়েছেন পবন ও অরুণিতা। গানের নাম ‘তেরে বগয়ার’। যা এখন ইউটিউবে মিউজিক ট্রেন্ডিংয়ের সাত নম্বরে রয়েছে। এর আগে বাংলা ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা ২’-তে শ্রীজাত’র কথা ও জয় সরকারের পরিচালনায় ‘যদি তাকে চাই’ গানটি প্লেব্যাক করতেও দেখা গেছে অরুণিতাকে। যা এখন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে।

আরও পড়ুনঃ উত্তরাখণ্ডের পবনদীপ আজ রিয়্যালিটি শো’র পবন

আগামী ১৫ অগাস্ট ‘ইন্ডিয়ান আইডল ২০২০’র গ্র্যান্ড ফাইনাল। সেখানেই জানা যাবে শেষপর্যন্ত ইন্ডিয়ান আইডল কে হল। তবে এভাবেই সুরের পথে ঘুরে বেড়িয়ে শিল্পী যে একদিন তাঁর আপনজনকে ঠিকই খুঁজে নেবেন, সে বিষয়ে আশাবাদী অরুণিতার অনুরাগীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here