চন্দ্রকোনায় তৃণমূল প্রার্থী অরূপ ধাড়া! খুশি সমর্থকেরা

0
221

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় সংরক্ষিত আসনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছায়া দোলইয়ের পরিবর্তে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রকোনা পুরসভার পৌর প্রশাসক অরূপ ধাড়াকে এবার প্রার্থী করেছে। অরূপ ধাড়া এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। তিনি প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত রয়েছেন।

arup dhara | newsfront.co
অরূপ ধাড়া। ফাইল চিত্র

২০১৫ সালের পুরসভা নির্বাচনে জয়লাভ করে তিনি চন্দ্রকোনা পুরসভার পৌর প্রধান নির্বাচিত হন। পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন না হওয়ায় পৌর প্রশাসক হিসেবে তিনি বর্তমানে কাজ করছেন। শুক্রবার দলনেত্রী চন্দ্রকোনা এসসি সংরক্ষিত আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে অরূপ ধাড়ার নাম ঘোষণা করায় খুশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।

wall writing | newsfront.co
চলছে দেওয়াল লিখন। নিজস্ব চিত্র

তাই শুক্রবার বিকাল থেকেই জোরকদমে অরূপ ধাড়ার সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি তথা চন্দ্রকোনা পৌর এলাকার বাসিন্দা সৌরভ চক্রবর্তী বলেন, “চন্দ্রকোনাতে যোগ্যপ্রার্থী করেছেন। আমরা সবাই অরূপ ধাড়া কে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করব। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা শুক্রবার থেকেই দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছে।”

আরও পড়ুনঃ প্রার্থী হতে না পেরে চোখের জলে তৃণমূলকে বিদায় জানালেন মইনুদ্দিন

তিনি বলেন, “প্রতিটি এলাকায় মিটিং মিছিলের মাধ্যমে আমরা অরূপ ধাড়াকে বিধানসভা নির্বাচনে চন্দ্রকোনা থেকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানিয়ে প্রচার করব।” দলের প্রার্থী হওয়ার পর অরূপ ধাড়া বলেন, “দলনেত্রী আমার উপর আস্থা রেখেছেন তাই তাকে প্রথমেই কৃতজ্ঞতা জানাই।” দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে তিনি নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়বেন বলে জানান এবং তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান।

আরও পড়ুনঃ প্রার্থী ঘোষণার পরই তৃণমূলের দেওয়াল লিখন শুরু ডোমকল মহকুমা জুড়ে

তিনি বলেন এর আগে ছায়া দোলাই দলের দুবার বিধায়ক ছিলেন, তাই এবার তার বদলে আমাকে দল প্রার্থী করেছে। তিনি আরও বলেন যে বিদায়ী বিধায়কের সাথে আলোচনা করে তাকে প্রচারে যাওয়ার কথাও বলবেন বলে জানান। তিনি বলেন দলের মধ্যে কোন গোষ্ঠী দ্বন্দ নেই। দলের সবাই ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থী হিসেবে আমার সমর্থনে প্রচারে নেমে পড়েছে। তাই তিনি তার জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here