মোহনা বিশ্বাস,হুগলিঃ
চতুর্থ দফা লকডাউনে ব্যান্ডেল ১নং গান্ধী কলোনির অন্নদাতা হয়ে উঠলেন অরূপ সাহা। করোনা মোকাবিলায় বিগত দুমাস ধরে দেশজুড়ে চলছে লকডাউন। সংক্রমণ বাড়ায় বেড়েছে লকডাউনের সময়সীমাও। ১৮মে থেকে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। চলবে ৩১মে পর্যন্ত। লকডাউনের শুরুতে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছিল বহু স্বেচ্ছাসেবী সংস্থা, দাঁড়িয়েছেন নেতা মন্ত্রীরাও।
কিন্তু লকডাউন ক্রমশ দীর্ঘমেয়াদী হওয়ায় টানা দুমাস ধরে দুঃস্থ, গরিব মানুষগুলোর পাশে দাঁড়ানো কারোর পক্ষেই আর সম্ভব হয়নি। যখন সবাই হাত উঠিয়ে নিচ্ছেন, ঠিক তখনই মুশকিল আসান করতে এগিয়ে এলেন ব্যান্ডেল ১নং গান্ধী কলোনির বাসিন্দা অরূপ সাহা। পেশায় একজন ব্যবসায়ী। চতুর্থ দফা লকডাউনের শুরু থেকেই প্রতিদিন দুপুরে ২৫০ থেকে ৩০০জনকে পাত পেরে খাওয়াচ্ছেন অরূপ বাবু ও তার পরিবার।
পরিস্থিতির চাপে কাজ হারিয়েছেন অনেকেই। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গৃহবন্দি প্রায় সকলেই। রোজগার নেই। তাই এখন অন্ন জোগার করার সামর্থ্যও নেই দুঃস্থ মানুষগুলোর। এমতাবস্থায় এভাবেই দিন আনা দিন খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন অরূপ সাহা।
আরও পড়ুনঃ করোনা যোদ্ধাদের পিপিই -কিট বিতরণ
তিনি বলেন, “একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই দুঃসময়ে যদি মানুষের পাশে না দাঁড়াই তবে কখন দাঁড়াবো? মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। তাই এই দুর্দিনে কলোনিবাসীর মুখে দুপুরের অন্নটুকু তুলে দিতে পেরে আমি খুশি।”
অন্যদিকে, পাড়ার ছেলে অরূপের এহেন কর্মসূচিতে খুশি গান্ধী কলোনির বাসিন্দারাও। এর আগে তাদের জন্য এইভাবে কেউ ভাবেনি। এমনটাই বললেন সেখানকার বাসিন্দা কল্যানী পাল। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশাবলী মেনেই মুখে মাস্ক পরে খাবার পরিবেশন করছেন অরূপ বাবু নিজেই। পাশাপাশি অরূপ বাবুকে কুর্নিশ জানিয়ে এগিয়ে এসেছেন এলাকার সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584