এ আর ভি ভ্যাকসিন অমিল পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে

0
64

সুদীপ পাল,বর্ধমানঃ

বিড়াল কামড়ানোর পর পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গিয়েছিলেন কাবেরী লাহা।কাবেরী দেবী কাঁকসার বিরুডিহার শোকনা গ্রামের বাসিন্দা। ডাক্তারবাবু তাঁকে দেখার পর প্রেসক্রিপশনে নির্দিষ্ট ভ্যাকসিন নেওয়ার কথাও বলেন। স্বাস্থ্যকেন্দ্র থেকেই বিনামূল্যে পাওয়ার কথা অথচ প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালে নির্দিষ্ট ওষুধ কাউন্টারে যেতেই শুনতে হলো ভ্যাকসিন নেই, ‘নিজের পয়সায় কিনে আনুন এখান থেকে দেওয়ার ব্যবস্থা হবে’। কার্যত এলাকার মানুষরা দিনের পর দিন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবনতি দেখে বিক্ষুব্ধ। জানা যায়, তাঁকে এ আর ভি নামে একটি ভ্যাকসিন নেওয়ার জন্য লিখে দেওয়া হয়। কিন্তু হাসপাতালে সাপ্লাই না থাকার জন্য তাকে ফিরে আসতে হয়। পরে বোলপুর হাসপাতাল থেকে এই ইনজেকশন নিয়ে আসেন।পানাগাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ড. রথিন মুখার্জি মুখার্জী বলেন এই মাসের ছয় তারিখ থেকে এ আর ভি ভ্যাকসিন শেষ হয়ে গেছে ভ্যাকসিন আর না থাকার ফলেই এই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।

কাবেরী লাহা।নিজস্ব চিত্র

পানাগড় এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই ধরনের ভ্যাকসিন হাসপাতাল থেকেই বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছে সরকার অথচ এখানে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বাইরে থেকে এই ভ্যাকসিন কেনার জন্য। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির উপর পানাগড় ছাড়াও আশেপাশের গ্রামগুলি নির্ভর করে।এখন যেখানে ভ্যাকসিন বিনামূল্যে পাওয়ার কথা সেখানে এই হাল হলে বড় ধরনের রোগের ক্ষেত্রে কি হবে? প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক পরিষেবা মিলছে না কেন সে প্রশ্ন তুলে আগেও বহুবার পানাগর এই স্বাস্থ্যকেন্দ্রটি নিয়ে মানুষের অভিযোগ জানিয়েছেন।

আরো পড়ুনঃ চা শ্রমিকদের সাহায্যার্থে ‘আপনার বাগানে প্রশাসন’

এলাকাবাসীর বক্তব্য,  কর্তৃপক্ষের উচিত এই স্বাস্থ্যকেন্দ্রের দিকে নজর দেওয়া এবং যাতে মানুষ ন্যূনতম চিকিৎসার সুবিধা পায় সে দিকটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here