পাঞ্জাব নির্বাচনের কথা মাথায় রেখে ‘লক্ষ্মী ভান্ডার’-এর আদলে নয়া প্রকল্পের ঘোষণা কেজরিওয়ালের

0
69

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

সামনে ২০২২ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করেছেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যেকোনো মূল্যে চাইছেন তিনি পাঞ্জাব নির্বাচনে ভালো ফল করতে। তাই তিনি ঘন ঘন পাঞ্জাব সফর করছেন। নানা জায়গায় সভা করছেন এবং পাঞ্জাবের ভোটারদের নিজের ভোট ব্যাঙ্কে টানতে বিভিন্ন উন্নয়ন মূলক উপঢৌকনের ঘোষণা দিচ্ছেন।

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল

পাঞ্জাবের নির্বাচনের কথা ভেবে ‘মিশন পাঞ্জাব’ নামে কর্মসূচি ঘোষণা করেছেন কেজরিওয়াল। ‘মিশন পাঞ্জাব’ -এর নানা কর্মসূচি প্রকল্পের মধ্যে একটি বিষয় নিয়ে খুব জোর চর্চা হচ্ছে দেশের রাজনৈতিক মহলে, বিশেষ করে বাংলার রাজনীতিতে। সেটি হল, তিনি পাঞ্জাবের প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্যে মাসিক ১০০০ টাকা ‘মাসোহারা’ ঘোষণা করেছেন। তিনি বলেন, ক্ষমতায় এলে পাঞ্জাবের ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাদের মাসিক ১০০০ টাকা করে নয়া প্রকল্পের আওতায় অনুদান দেওয়া হবে। আর এই ঘোষণা একপ্রকার মহিলা ভোট ব্যাঙ্কের কথা ভেবেই, কারণ সম্প্রতি প্রতিটি নির্বাচনে মহিলারা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে ।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৃণমূলের বৈঠক আপাত ফলপ্রসূ, আর হবে না হিংসা মিলেছে আশ্বাস

সম্প্রতি তিনি দুই দিনের জন্য পাঞ্জাব সফরে গিয়েছিলেন। সেই সফরে ‘মিশন পাঞ্জাব’-এর কথা বলতে গিয়ে ‘মাসোহারা’ প্রকল্পের ঘোষণা দেন। তিনি বলেন, “এই প্রকল্প দেশের মধ্যে মহিলাদের জন্যে সবচেয়ে বড় প্রকল্প হতে চলছে। আর এমন জনহিতকর কর্মসূচি এর আগে কোন সরকার করেনি।” এই কথায় বেজায় চটেছেন বাংলার তৃণমূল সমর্থকগণ সহ তৃণমূল নেতাদের একাংশ।

আরও পড়ুনঃ সায়নীর জামিন মঞ্জুর আগরতলার আদালতে

তাদের দাবি, ‘মাসোহারা’ প্রকল্প আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্প ‘লক্ষী ভান্ডার’-এর অনুকরণে তৈরি । অর্থাৎ তাদের ভাষায়, মাসোহারা প্রকল্প ও লক্ষী ভান্ডার প্রকল্প একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের কথার জোর বিরোধিতা করে বলেন, “এমন প্রকল্পের দেশের মধ্যে প্রধান উদ্যোক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here