রঙ্গিলা খাতুন, কান্দি:
শেরপুর গাঁতলা থেকে একটি দুধের গাড়ি বহরমপুর আসার সময় প্রথমে একটি সব্জি ভর্তি গাড়িতে ধাক্কা মারে। এর পর দুধের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাকা বাড়ির কার্নিশ ভেঙে ঢুকে পড়ে এবং সেই বাড়ির এক মহিলার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে বহরমপুর গামী দুধের লরিটি জীবন্তি ঢোকার আগে কান্দি থানার অন্তর্গত জিয়াখর্দ্দ গ্রামে সকাল ৫টা নাগাদ প্রথমে শেরপুর গাঁতলা গামী সব্জি গাড়িতে ধাক্কা মারলে সব্জি গাড়িটি একাধিকবার উল্টে গিয়ে পাশের জমিতে পড়ে যায়। তারপর দুধের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা বাড়িতে ধাক্কা মারেম সেই বাড়ির বারান্দায় বসে থাকা মহিলা গুরুতর আঘাত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
মৃতার নাম লুৎফা বিবি বয়স ৫৫ বছর।
এলাকার মানুষের দাবি এই রাস্তায় মাঝে মধ্যেই দূর্ঘটনা ঘটে। তাঁরা বলেন রাস্তার দুই পাশে বালি এবং পাথর পড়ে থাকে এবং গাড়ির গতি বেগ বেশি থাকে ফলে প্রায়শই দূর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার পরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ
ইন্টারনেট শাটডাউনে লাগাতার ৪ বছর শীর্ষস্থান ধরে রেখেছে ডিজিটাল ইন্ডিয়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584