দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই কাঁচামাল রফতানি, ভারতকে জানাল বিডেন সরকার

0
82

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ-এ সংক্রমণ প্রতিদিন রেকর্ড ভাঙছে, কিন্তু দেশে টিকার ঘাটতির কারণে টিকাকরণ হচ্ছে কম।টিকা তৈরির কাঁচামাল আমদানি করা হয় আমেরিকা থেকে, সেই কাঁচামাল রফতানিতে ইতিমধ্যেই বহু নিষেধ জারি করেছে আমেরিকা।

covid19 | newsfront.co
প্রতীকী চিত্র

বিধি নিষেধের কারণ হিসেবে আমেরিকা জানিয়েছে আগে নিজের দেশের সকলকে টিকা দেওয়া সম্পূর্ণ করে তারপরেই উদ্বৃত্ত কাঁচামাল তারা রফতানি করবে। আমেরিকার এই সিদ্ধান্তের ফলে ভারতে টিকা তৈরির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে বলেই মত বিশেষজ্ঞদের।বিডেন সরকারের কাছে ভারতের পক্ষ থেকে একাধিকবার আর্জি জানানো হয়েছে টিকার কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য।

আরও পড়ুনঃ জোশিমঠে ফের হিমবাহ ভাঙ্গন, নিহত ৮

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস অবশেষে বিধিনিষেধের বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান মার্কিন যুক্তরাষ্ট্র লক্ষ্যমাত্রা নিয়েছে আগামী ৪ জুলাইয়ের মধ্যে আমেরিকার প্রতিটি মানুষকে টিকাকরণ সম্পন্ন করার। সেই কারণে আগে দেশের মানুষের প্রয়োজন মিটিয়ে তবেই টিকার কাঁচামাল রফতানি করা হবে।মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রভাব শুধু সেদেশেই নয় সারা বিশ্বের পক্ষে ভালো হবে বলেই জানিয়েছেন নেড প্রাইস।

তিনি বলেন, করোনায় সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন ও মারা গিয়েছেন আমেরিকায়। তাই আমেরিকার প্রতিটি মানুষকে টিকা না দেওয়া হলে এর পরে হয়তো নভেল করোনা ভাইরাসের নতুন কোনও রূপ দেশের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। তাতে সমস্যায় পড়বে অন্য দেশ।জানা গিয়েছে, প্রাইসের এই ঘোষণার পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে।

আরও পড়ুনঃ করোনা সংক্রান্ত মামলা স্থানান্তরের বিরোধিতা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের

আমেরিকায় থাকা ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধুও এই বিষয়ে কথা বলেছেন। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, বিডেন প্রশাসন আশ্বাস দিয়েছে যে ভারতকে টিকা তৈরির ক্ষেত্রে কোন সমস্যায় যাতে পড়তে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবে তারা, তবে দেশের মানুষের চাহিদা মেটানোই প্রথম লক্ষ্য আমেরিকার। তারপরেই কোনও সিদ্ধান্ত তারা নিতে পারবে, এমনটাই জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here