ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা সংক্রান্ত ইস্যু নিয়ে বিভিন্ন হাইকোর্টে যখন শুনানি চলছে তখন এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করাকে সমালোচনা করে হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্টে মামলা স্থানান্তরের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
[BREAKING] Supreme Court Bar Association moves top court opposing proposed transfer of COVID-19 issues from High Courts to Supreme Court#supremecourtofindia https://t.co/OXUE2TpchX
— Bar & Bench (@barandbench) April 22, 2021
উল্লেখ্য, দেশজুড়ে হাসপাতালগুলিতে অক্সিজেনের হাহাকারের পর দিল্লি হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে মোদি সরকার।আদালত বলে, দিল্লি সহ বহু রাজ্যে অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গিয়েছে। কেন্দ্রকে মনে করিয়ে দেওয়া হয় মানুষের জীবন বিপন্ন, যা রক্ষা করা কেন্দ্রের দায়িত্ব। যেভাবে হোক অক্সিজেনের যোগান দিতে বাধ্য কেন্দ্রীয় সরকার। বিশেষ করিডর করে সড়কপথে বা বিশেষ বিমানে অক্সিজেন জোগাড় করতেই হবে কেন্দ্রকে।
দিল্লিতে অক্সিজেনের আকাল ওদিকে অন্য রাজ্যে দিল্লির বরাদ্দ অক্সিজেন পাঠিয়ে দিচ্ছে কেন্দ্র, এই অভিযোগ প্রসঙ্গে আগেই দিল্লি হাই কোর্টের বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি রেখা পাল্লি বলেন, ‘‘যাঁরা এই কাজ করছেন, তাঁদের হাতে রক্তের দাগ লেগে থাকবে।’’ এরপরে ম্যাক্স হাসপাতালের মামলার পর রাতে জরুরিভিত্তিতে আদালত বসে ও শুনানি হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584